Book Name:Qaroon Ko Naseehat
বিন আব্দুল মালিক ও অন্যান্য লোকেরা নিজেদের তাবু আগে পাঠিয়ে দিলো কিন্তু হযরত ওমর বিন আব্দুল আযিয رَحْمَۃُ
اللہِ تَعَالٰی عَلَیْہِ নিজের জিনিসপত্র ও তাবু আগে পাঠাননি। যখন গন্তব্যে পৌঁছলেন তখন প্রত্যেকে নিজেদের তাবুতে চলে গেলো কিন্তু হযরত ওমর বিন আব্দুল আযিয رَحْمَۃُ
اللہِ تَعَالٰی عَلَیْہِ কে কোথাও দেখা যাচ্ছিলো না, খলিফা খাদিমদের বললেন: “যাও! তাঁকে খুঁজে দেখো...!! অনুসন্ধান করা হলে তাকে এই অবস্থায় পেলেন যে, তিনি একটি বৃক্ষের নিচে বসে বসে কান্না করছেন। খলিফাকে খবর দেয়া হলো, তিনি তাঁকে ডেকে এনে বললেন: হে আবু হাফস (ওমর বিন আব্দুল আযিয)! আপনি কেনো কাঁদছেন? হযরত ওমর বিন আব্দুল আযিয
رَحْمَۃُ اللہِ تَعَالٰی عَلَیْہِ পরকালের চিন্তায় ডুবে থাকা একটি শিক্ষনীয় উত্তর দিলেন, বললেন: আমার কিয়ামত দিবসের কথা মনে পড়ে গেলো। দেখুন! (আপনারা সকলে নিজেদের তাবু আগে থেকে পাঠিয়ে দিয়েছিলেন, তাই এখন আসার সাথে সাথেই নিজেদের তাবুতে চলে গেলেন অথচ) আমি ঘর থেকে কোন জিনিস পূর্বে পাঠাইনি, এজন্য আমি এখানে কিছুই পাইনি, কিয়ামতের দিনেও একই অবস্থা হবে, যে ব্যক্তি যা-ই পাঠাবে সে তা-ই পাবে। (সিরাতু ওমর বিন আব্দুল আযিয লি ইবনে আব্দুল হিকাম, ২৭ পৃ:)
صَلُّوا عَلَی الْحَبِیْب! صَلَّی اللہُ تَعَالٰی عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসলেই শিক্ষার বিষয়, যদি আমরা নিজেদের সবকিছু দুনিয়া সাজানোর জন্যই ব্যয় করতে থাকি, আখিরাতের জন্য কিছুই আগে না পাঠাই তবে দুনিয়া তো অতি শিগ্রই শেষ হয়ে যাবে, আমরাও শেষ হয়ে যাবো অতঃপর আখিরাতে আমাদের কিছুই থাকবে না, তখন আমরা কি করবো? ব্যস তখন আফসোস করে এটাই বলবো: