Book Name:Qaroon Ko Naseehat
ইজতিমার জন্য যাওয়াও আল্লাহর রাস্তায় বের হওয়ার মতোই, সাপ্তাহিক ইজতিমায় আসবেন তো اِنْ شَآءَاللہ ঘর থেকে বের হওয়া থেকে ফিরে যাওয়া পর্যন্ত পুরোটা সময় আল্লাহর রাস্তায় সময় ব্যয় করা হিসেবে গণ্য করা হবে ì প্রতি বৃহস্পতিবার রাতে নিয়মিতভাবে সাপ্তাহিক ইজতিমায় শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহন করার নিয়্যত করে নিন!
صَلُّوا عَلَی الْحَبِیْب! صَلَّی اللہُ تَعَالٰی عَلٰی مُحَمَّد
শয়ন ও জাগরণের সুন্নাত ও আদব
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ
بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর ১০১ মাদানী ফুল পুস্তিকা থেকে শয়ন ও জাগরনের সুন্নাত ও আদব শ্রবণ করি: * ঘুমানোর পূর্বে বিছানা খুব ভালোভাবে ঝেড়ে নিন যাতে কোন কষ্টদায়ক বস্তু ইত্যাদি থাকলে তবে তা বের হয়ে যায়, * শয়নের পূর্বে এই দোয়াটি পড়ে নিন: اَللّٰھُمَّ بِاسْمِكَ اَمُوْتُ وَاَحیٰ অনুবাদ: হে আল্লাহ পাক! আমি তোমার নামে মরে (অর্থাৎ ঘুমায়) যাচ্ছি এবং জীবিত (জাগ্রত) হবো। (বুখারি, ৪/১৯৬, হাদিস: ৬৩২৫) * আসরের পর ঘুমাবেন না, জ্ঞান-বুদ্ধি লোপ পাওয়ার আশঙ্কা রয়েছে। নবী করীম
صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ ইরশাদ করেন: যেই ব্যক্তি আসরের পর ঘুমায় তার বুদ্ধি হ্রাস পেতে থাকে, তখন সে যেনো নিজেকে তিরস্কার করে। (মুসনদে আবি ইয়া’লা, হাদিস: ৪৮৯৭, ৪/২৭৮) * দুপুরে কায়লুলা (অর্থাৎ কিছুক্ষণ ঘুমানো) মুস্তাহাব। (ফাতাওয়ায়ে হিন্দিয়া, ৫/৩৭৬) সদরুশ শরীয়া, বদরুত তরিকা হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আমজাদ আলী আযমী رَحْمَۃُ
اللہِ تَعَالٰی عَلَیْہِ বলেন: হয়তো এটা ঐসব লোকদের জন্য হবে, যারা রাত জেগে (নফল) নামায পড়ে, যিকির করে অথবা কিতাব অধ্যয়নে মশগুল থাকে, তো রাত জাগাতে যেই ক্লান্তি হয়