Book Name:Qaroon Ko Naseehat
یٰلَیْتَنِیْ قَدَّمْتُ لِحَیَاتِیْۚ(۲۴)
(পারা: ৩০, সূরা ফজর, আয়াত: ২৪)
কানযুল ঈমান থেকে অনুবাদ: হায়, কোন রকমে আমি যদি জীবদ্দশায়ই সৎকর্ম অগ্রিম পাঠাতে পারতাম।
এজন্য এখনো সময় আছে, আমরা এখনো জীবিত রয়েছি, আমরা এই সুন্দর উপদেশগুলো গ্রহন করে নিই:
وَ ابْتَغِ فِیْمَاۤ اٰتٰىكَ اللّٰهُ الدَّارَ الْاٰخِرَةَ
(পারা: ২০, সূরা ক্বাসাস, আয়াত: ৭৬)
কানযুল ঈমান থেকে অনুবাদ: এবং আল্লাহ্ যে সম্পদ তোমাকে প্রদান করেছেন তা দ্বারা আখিরাতের আবাস অনুসন্ধান করো।
আহ! আমরা যেনো আখিরাতের প্রত্যাশী হয়ে যাই, আল্লাহ পাক আমাদেরকে যা কিছু দান করেছেন, তা দ্বারা দুনিয়া নয় বরং আখিরাত তালাশ করি।
صَلُّوا عَلَی الْحَبِیْب! صَلَّی اللہُ تَعَالٰی عَلٰی مُحَمَّد
(৩): কারূনকে তৃতীয় উপদেশ
প্রিয় ইসলামী ভাইয়েরা! বনী ইসরাইলের নেককার মুসলমানগণ কারূনকে তৃতীয় উপদেশ দিতে গিয়ে বললেন:
وَ لَا تَنْسَ نَصِیْبَكَ مِنَ الدُّنْیَا
(পারা: ২০, সূরা ক্বাসাস, আয়াত: ৭৭)
কানযুল ঈমান থেকে অনুবাদ: আর দুনিয়ার মধ্যে নিজ অংশ ভুলো না।
এই আয়াতে করীমায় বলা হয়েছে; দুনিয়া থেকে নিজের অংশ ভুলো না...!! এর দ্বারা উদ্দেশ্য কী? এই ব্যাপারে এক বুযুর্গ رَحْمَۃُ اللہِ تَعَالٰی عَلَیْہِ বলেন: এরদ্বারা উদ্দেশ্য হলো কাফন। (শরহুস সূদুর, ২৩ পৃ:)
اَلله
اَكْبَرُ! এই দুনিয়া থেকে আমাদের অংশ শুধুমাত্র ২টি কাপড়
è আমরা সারা জীবন উপার্জন করি è কার গাড়িও ক্রয় করি è বিল্ডিং