Qaroon Ko Naseehat

Book Name:Qaroon Ko Naseehat

الْفَرِحِیْنَ(۷۶) وَ ابْتَغِ فِیْمَاۤ اٰتٰىكَ اللّٰهُ الدَّارَ الْاٰخِرَةَ وَ لَا تَنْسَ نَصِیْبَكَ مِنَ الدُّنْیَا وَ اَحْسِنْ كَمَاۤ اَحْسَنَ اللّٰهُ اِلَیْكَ وَ لَا تَبْغِ الْفَسَادَ فِی الْاَرْضِؕ-اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الْمُفْسِدِیْنَ(۷۷)

বললো, ‘দম্ভ করো না। নিশ্চয় আল্লাহ্‌ দাম্ভিকদের পছন্দ করেন না এবং আল্লাহ্‌ যে সম্পদ তোমাকে প্রদান করেছেন তা দ্বারা আখিরাতের আবাস অনুসন্ধান করো এবং দুনিয়ার মধ্যে নিজ অংশ ভুলো না আর পরোপকার করো যেমন আল্লাহ্‌ তোমার উপর অনুগ্রহ করেছেন এবং পৃথিবীতে অশান্তি চেওয়া না। নিশ্চয় আল্লাহ্‌ অশান্তি সৃষ্টিকারীদের ভালোবাসেন না

 

          এই ৫টি উপদেশ যখনই বনী ইসরাইলের নেককার মুসলমানগণ কারূণকে করেছে, যদি কারূন এই উপদেশগুলো গ্রহন করতো, এগুলোর উপর আমল করতো তবে মন্দ পরিণাম থেকে বাঁচতে পারতো কিন্তু সে ছিলো দুষ্ট, তার অন্তরে অন্ধকার ছেঁয়ে গিয়েছিলো, সেই মন্দ পরিণামটি তাকে নেককার মুসলমানদের এই উপদেশগুলো গ্রহন করতে দিলো না, এই সুন্দর সুন্দর উপদেশগুলো এক কান দিয়ে শুনে অপর কান দিয়ে বের করে দিলো অতঃপর পরিণাম কি হলো? এই হতভাগা নিজের অপকর্ম বাড়িয়ে দিলো, এমনকি হযরত মূসা عَلَیْہِ السَّلَام  এর সাথে বেয়াদবির কারণে তাকে জমিনে ধ্বসিয়ে দেয়া হলো এবং পৃথিবীবাসীর জন্য শিক্ষার উপলক্ষ্য হয়ে গেলো

 

          প্রিয় ইসলামী ভাইয়েরা! ৫টি উপদেশের মধ্যে আমাদের জন্য বিশেষকরে সম্পদশালীদের জন্য অনেক শিক্ষা রয়েছে এই পাঁচটি উপদেশের সংক্ষিপ্ত ব্যাখ্যা শ্রবণ করুন: