Book Name:Qaroon Ko Naseehat
যাচ্ছিলো। অবশেষে যখন যাকাতের বিধান অবতীর্ণ হলো আর হযরত মূসা عَلَیْہِ السَّلَام কারূনকেও যাকাত দেয়ার নির্দেশ দিলেন, তখন সম্পদের লোভে পড়ে সেই অপদার্থ নির্লজ্জতার সীমা অতিক্রম করলো। সে এক মহিলাকে টাকার লোভ দেখালো আর এই কথায় রাজি করে নিলো যে, সে আল্লাহ পাকের নবী হযরত মূসা عَلَیْہِ السَّلَام এর উপর মিথ্যা অপবাদ দিবে। সেই মহিলাটি সম্পদের লোভে পড়ে এমন বড় একটি গুনাহের কাজের জন্য রাজি হয়ে গেলো। বনী ইসরাইলের সমাবেশে হযরত মূসা عَلَیْہِ السَّلَام এর