Book Name:Qaroon Ko Naseehat
হলো: ফিতরা আদায় করো! আমরা ফিতরা আদায় করবো ê নির্দেশ করা হলো: পরিবার পরিজনের জন্য ব্যয় করো! আমরা আমাদের পরিবার পরিজনের জন্য খরচ করবো। মোটকথা সম্পদ আল্লাহ পাকের, তিনি যেখানে হুকুম করবেন, আমরা সেখানে ব্যয় করবো। এজন্য আল্লাহ পাক এই সম্পদ আমাদের দান করে আমাদের উপর অনুগ্রহ করেছেন, সুতরাং আমাদের উপরও আবশ্যক হলো আল্লাহ পাকের বান্দার উপর অনুগ্রহ করা, তাদের দেখাশুনা করা।
আল্লাহ পাকের প্রিয় বান্দা
আল্লাহ পাকের শেষ নবী صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ ইরশাদ করেন: মানুষ আল্লাহ পাকের পরিবার (তাঁর বান্দারা, তাঁর প্রতি মুখাপেক্ষি), আল্লাহ পাকের বেশি প্রিয় হলো সে, যে আল্লাহ পাকের পরিবারের প্রতি বেশি কল্যাণকামী। (মাওসুআতু ইবনে আবিদ দুনিয়া, ৪/১৫৯, হাদিস: ২৪)
صَلُّوا عَلَی الْحَبِیْب! صَلَّی اللہُ تَعَالٰی عَلٰی مُحَمَّد
(৫): কারূনকে পঞ্চম উপদেশ
প্রিয় ইসলামী ভাইয়েরা! বনী ইসরাইলের নেককার মুসলমানরা কারূনকে পঞ্চম উপদেশ দিতে গিয়ে বলেন:
وَ
لَا تَبۡغِ الۡفَسَادَ فِی الۡاَرۡضِ ؕ
اِنَّ اللّٰہَ لَا یُحِبُّ الۡمُفۡسِدِیۡنَ
(পারা: ২০, সূরা ক্বাসাস, আয়াত: ৭৭) কানযুল ঈমান থেকে অনুবাদ: পৃথিবীতে অশান্তি চেওনা। নিশ্চয় আল্লাহ অশান্তি, সৃষ্টিকারীদের ভালোবাসেন না।
এটাও একটি গুরুত্বপূর্ণ উপদেশ। উদ্দেশ্য এটা যে, হে কারূন! আল্লাহ পাক তোমাকে ধন ও সম্পদ দান করেছে, আল্লাহ পাক তোমাকে