Book Name:Qaroon Ko Naseehat
হয় তখন সে পুরুষের বিধানে অন্তর্ভুক্ত হয়ে যায়। (দুররে মুখতার, ৯/৬৩০) * ঘুম থেকে উঠে মিসওয়াক করুন, * রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদ পড়া তো বড় সৌভাগ্যের ব্যাপার। আমাদের সুপারিশকারী নবী صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ ইরশাদ করবেন: ফরযের পর সবচেয়ে উত্তম নামায হলো রাতের নামায। (মুসলিম, ৫৯১ পৃ:, হাদিস: ১১৬৩)
صَلُّوا عَلَی الْحَبِیْب! صَلَّی اللہُ تَعَالٰی عَلٰی مُحَمَّد
বিষাক্ত প্রাণি থেকে সুরক্ষা থাকার দোয়া
দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার শিডিউল অনুযায়ী “বিষাক্ত প্রাণী থেকে সুরক্ষা থাকার দোয়া” মুখস্ত করানো হবে। যথা:
اَعُوْذُ بِکَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ۔
অনুবাদ: আমি আল্লাহ পাকের পুরো ও পরিপূর্ণ শব্দাবলির সাথে সৃষ্টির অনিষ্টতা থেকে আশ্রয় প্রার্থনা করছি। (নামাযের আহকাম, ৯ পৃ:)
صَلُّوا عَلَی الْحَبِیْب! صَلَّی اللہُ تَعَالٰی عَلٰی مُحَمَّد
সম্মিলিতভাবে পর্যবেক্ষণের পদ্ধতি
প্রিয় নবী صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ ইরশাদ করেন: (আখিরাতের বিষয়ে) এক মুহূর্তের জন্য চিন্তা ভাবনা করা ৬০ বছরের (নফল) ইবাদত থেকে উত্তম।
(জামিউস সগীর লিস সুয়ুতী, পৃষ্ঠা- ৩৬৫, হাদীস নং-৫৮৯৭)
আসুন! নেক আমলের পুস্তিকা পূরণ করার আগে “ভালো ভালো নিয়্যত” করে নিই।