Qaroon Ko Naseehat

Book Name:Qaroon Ko Naseehat

হয় তখন সে পুরুষের বিধানে অন্তর্ভুক্ত হয়ে যায় (দুররে মুখতার, /৬৩০) * ঘুম থেকে উঠে মিসওয়াক করুন, * রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদ পড়া তো বড় সৌভাগ্যের ব্যাপার আমাদের সুপারিশকারী নবী صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ  ইরশাদ করবেন: ফরযের পর সবচেয়ে উত্তম নামায হলো রাতের নামায (মুসলিম, ৫৯১ পৃ:, হাদিস: ১১৬৩)

صَلُّوا عَلَی الْحَبِیْب!                                               صَلَّی اللہُ تَعَالٰی عَلٰی مُحَمَّد

 

বিষাক্ত প্রাণি থেকে সুরক্ষা থাকার দোয়া

          দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার শিডিউল অনুযায়ীবিষাক্ত প্রাণী থেকে সুরক্ষা থাকার দোয়ামুখস্ত করানো হবে যথা:

اَعُوْذُ بِکَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ۔

অনুবাদ: আমি আল্লাহ পাকের পুরো পরিপূর্ণ শব্দাবলির সাথে সৃষ্টির অনিষ্টতা থেকে আশ্রয় প্রার্থনা করছি (নামাযের আহকাম, পৃ:)

صَلُّوا عَلَی الْحَبِیْب!                                               صَلَّی اللہُ تَعَالٰی عَلٰی مُحَمَّد

 

সম্মিলিতভাবে পর্যবেক্ষণের পদ্ধতি

            প্রিয় নবী صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ  ইরশাদ করেন: (আখিরাতের বিষয়ে) এক মুহূর্তের  জন্য চিন্তা ভাবনা করা ৬০ বছরের (নফল) ইবাদত থেকে উত্তম।

(জামিউস সগীর লিস সুয়ুতী, পৃষ্ঠা- ৩৬৫, হাদীস নং-৫৮৯৭)

          আসুন! নেক আমলের পুস্তিকা পূরণ করার আগে ভালো ভালো নিয়্যতকরে নিই।