Book Name:Qaroon Ko Naseehat
আখিরাত প্রত্যাশীরা...!!
মুসলমানদের চতুর্থ খলিফা হযরত আলীউল মুরতাদা শে’রে খোদা رَضِیَ اللہُ تَعَالٰی عَنْہُ বলেন: হে লোকেরা! আখিরাত চলে আসছে, দুনিয়া চলে যাচ্ছে। এর মধ্য হতে যেকোন একটির প্রত্যাশী রয়েছে। তোমরা আখিরাতের প্রত্যাশী হও! দুনিয়ার প্রত্যাশী হয়ো না...!! (বুখারি, কিতাবুর রিক্বাক্ব, ১৫৮১ পৃ:)
এজন্য আখিরাতের প্রত্যাশী হও, দুনিয়া চলে যাচ্ছে...!! যদি
è আমরা আমাদের যৌবন দুনিয়াতেই ব্যয় করি তবে দুনিয়াও শেষ, যৌবনও শেষ è আমরা যদি আমাদের শক্তি দুনিয়ার জন্য ব্যয় করি, তবে দুনিয়াও শেষ, শক্তিও শেষ আর আমরা যদি আমাদের সম্পদ দুনিয়া অর্জনের কাজে ব্যয় করে দিই, তবে দুনিয়াও শেষ, সম্পদও শেষ...!! আর যদি আমরা è আমাদের যৌবন è আমাদের শক্তি è আমাদের মেধা è আমাদের চিন্তাধারা è আমাদের যোগ্যতা è আমাদের ধন-সম্পদ দুনিয়ার জন্য নয় বরং পরকালের জন্য ব্যয় করি তবে এই
è যৌবন è শক্তি è ধন-সম্পদ ইত্যাদি যদিওবা শেষ হয়ে যাবে কিন্তু আখিরাতে অবশিষ্ট থাকবে। এজন্য বুদ্ধিমান হলো সে, যে দুনিয়া নয় বরং আখিরাতের প্রত্যাশী হয়।
মানুষ তা-ই পাবে যা সে ভবিষ্যতের জন্য পাঠাবে
একদা হযরত ওমর বিন আব্দুল আযিয رَحْمَۃُ اللہِ تَعَالٰی عَلَیْہِ খলিফা সুলাইমান বিন আব্দুল মালিকের সাথে কোন এক সফরের জন্য রওনা হলেন। (আগেকার যুগে উট ও ঘোড়া ইত্যাদি দিয়ে সফর করা হতো এবং খাদিমদের মাধ্যমে তাবু ও প্রয়োজনীয় জিনিসপত্র পূর্বেই পাঠিয়ে দিতো, যাতে সেখানে পৌঁছার পূর্বে তাবু প্রস্তুত থাকে), সুতরাং খলিফা সুলাইমান