Book Name:Siddique Akbar Ka Kirdar o Farameen
দিতেও ঘাবড়াতেন না, কিন্তু আফসোস! আমরা শুধুমাত্র সময়ের কুরবানীও দিতে পারি না। মনে রাখবেন! যারা দ্বীনে ইসলামের সাহায্য করে, আল্লাহ পাক তাদের সাহায্য করেন, যেমনটি- ১৭পারা, সূরা হজ্বের ৪০ নং আয়াতে ইরশাদ হচ্ছে:
وَ لَیَنۡصُرَنَّ اللّٰہُ مَنۡ یَّنۡصُرُہٗ ؕ
(পারা ১৭, সূরা হজ্ব, আয়াত: ৪০)
কানযুল ঈমান থেকে অনুবাদ: আর নিশ্চয় আল্লাহ সাহায্য করবেন তারই, যে তাঁর দ্বীনের সাহায্য করবে।
প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা দেখলেন তো! আল্লাহ পাক তাকে সাহায্য করবেন, যে তাঁর দ্বীনের সাহায্য করবে, হযরত কাতাদা رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আল্লাহ পাকের বদান্যতার দায়িত্ব হলো; তিনি তাকে সাহায্য করবেন, যে তাঁর (দ্বীনের) সাহায্য করবে। (তাফসীরে দুররে মনসুর, পারা ২৬, মুহাম্মদ, ৭ নং আয়াতের পাদটিকা, ৭/৪৬২) হাকিমুল উম্মত হযরত মুফতী আহমদ ইয়ার খাঁন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আল্লাহ পাকের অলিদের সাহায্য করা, নবীর খিদমত, ইলমে দ্বীনের প্রসার, সবই আল্লাহ পাকের দ্বীনের সাহায্য। (নুরূল ইরফান, পারা ১৭, হজ্ব, ৪০ নং আয়াতের পাদটিকা, ৫৩৭পৃষ্ঠা) তাই আমাদের উচিত, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের নিয়্যতে দ্বীনে ইসলামের পয়গাম ছড়িয়ে দেয়ার উৎসাহ নিজেদের মাঝে সৃষ্টি করা।
আল্লাহ পাকের দ্বীনের সাহায্যকারীদের সাহায্য কিভাবে হয়ে থাকে? তাঁদের সাহায্য কে করে থাকে? তাঁদের কিভাবে দৃঢ়তা নসীব হয়? আসুন! শ্রবণ করি: পারা ২৬, সূরা মুহাম্মদ, আয়াত: ৭ এ ইরশাদ হচ্ছে:
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِنۡ تَنۡصُرُوا اللّٰہَ یَنۡصُرۡکُمۡ وَ یُثَبِّتۡ اَقۡدَامَکُمۡ (۷)
(পারা ২৬, সূরা মুহাম্মদ, আয়াত: ৭)
কানযুল ঈমান থেকে অনুবাদ: হে ঈমানদারগণ! যদি তোমরা আল্লাহর দ্বীনের সাহায্য করো, তবে আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পদগুলো সুদৃঢ় করে দেবেন।
দ্বীনে মুস্তফার সাহায্য কারীদের জন্য প্রতিটি জুমা এবং দুই ঈদে না জানি কত যে ইমাম দোয়া করে থাকেন বরং দোয়া তো বুযুর্গানে দ্বীনরা বহুকাল পূর্ব থেকে করে আসছেন। এই দোয়া আমার প্রিয় আ’লা হযরত, ইমামে আহলে সুন্নাত, মুজাদ্দীদে দ্বীন ও