Lazzat e Ibadat

Book Name:Lazzat e Ibadat

আমাদের অবস্থা ধ্বংসের দিকে চলে গিয়েছে * আজ আমাদের সমাজ ধ্বংসের দিকেই এগিয়ে যাচ্ছে * পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ চলছে * শান্তি নেই * ব্যবসায় সমস্যা * মনে অশান্তি * পরস্পরের মধ্যে ভালোবাসা হারিয়ে গেছে * একে অপরকে সম্মান করা দিন দিন কমে যাচ্ছে * সমাজের মধ্যে পেরেশানী দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এগুলো কি? এসবকিছু নিজেদের উদ্দেশ্য থেকে মুখ ফিরিয়ে নেয়ার পরিণাম, ইবাদত থেকে দূরে সরে থাকার প্রভাব 

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা যদি শান্তি চাই! দুনিয়া আখিরাতে সফলতার আকাঙ্ক্ষা রাখি তাহলে সেটার জন্য আমাদের নিজেদের লক্ষ্য ঠিক করতে হবে, আমাদের বুযুর্গগণের জীবনী থেকে শিক্ষা নিতে হবে এবং ইবাদতে মনোযোগী হতে হবে এটা ব্যতীত মানুষের জীবনে সম্মানের কোন পদ্ধতি নেই 

মানুষের প্রকৃত সম্মান ইবাদতের মধ্যে

    লা হযরতের পিতা হযরত মাওলানা নকী আলী খাঁন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: সকল সফলতার মূল হলো ইবাদত আর মানুষের প্রকৃত সম্মান আল্লাহ পাকের দরবারে মাথা নত করার মধ্যেই নিহিত রয়েছে

(আনওয়ারে জামালে মুস্তফা, ৩২৩ পৃষ্ঠা)

    কুরআন মজিদে ইরশাদ হচ্ছে:

مَنۡ کَانَ یُرِیۡدُ الۡعِزَّۃَ  فَلِلّٰہِ  الۡعِزَّۃُ جَمِیۡعًا

(পারা ২২, সূরা ফাতির, আয়াত: ১০)

কানযুল ঈমান থেকে অনুবাদ: যে কেউ সম্মান চায়, তবে সম্মান তো সব আল্লাহরই হাতে

    এই আয়াতের ব্যাখ্যায় হযরত কাতাদাহ رَضِیَ اللهُ عَنْہُ বলেন: مَنْ کَانَ یُرِیْدُ الْعِزَّۃَ فَلْیَتَعَزّزْ بِطَاعَۃِ الله যে সম্মান চায়, তার উচিত আল্লাহ পাকের আনুগত্যের মধ্যে তালাশ করা অর্থাৎ সম্মান আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে অর্জিত হয়ে থাকে (তাফসীরে খাযিন, পারা ২২, সূরা ফাতির, আয়াত: ১০, / ৪৫৩ পৃষ্ঠা)