Lazzat e Ibadat

Book Name:Lazzat e Ibadat

দুনিয়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ

    প্রসিদ্ধ সুফি বুযুর্গ মাওলানা জালাল উদ্দীন রুমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যদি বাদশাহ তোমাকে কোন বিশেষ কাজের জন্য পাঠায়, আর তুমি রাস্তায় আরও অনেক কাজ করে বসো কিন্তু বিশেষ কাজ যেটার জন্য বাদশাহ পাঠিয়েছে, সেটা করতে ভুলে যাও তাহলে বলো বাদশাহ কি তোমার উপর খুশি হবে? কখনো হবে না, ব্যস এজন্য দুনিয়াতে মানুষ প্রতিটি কাজের কথা ভুলে গেলেও একটি কাজের কথা কখনো ভুল না হওয়া উচিত বিশেষ কাজটি কি, এটার বর্ণনা পারা ২২, সূরা আহযাবের এই আয়াতে রয়েছে:

اِنَّا عَرَضۡنَا الۡاَمَانَۃَ عَلَی السَّمٰوٰتِ وَ الۡاَرۡضِ وَ الۡجِبَالِ فَاَبَیۡنَ اَنۡ یَّحۡمِلۡنَہَا وَ اَشۡفَقۡنَ مِنۡہَا وَ حَمَلَہَا الۡاِنۡسَانُ

(পারা ২২, সূরা আহযাব, আয়াত: ৭২)

কানযুল ঈমান থেকে অনুবাদ: নিশ্চয় আমি আমানত অর্পণ করেছি আসমানসমূহ, যমিন পর্বতমালার প্রতি অতঃপর সেগুলো তা বহন করতে অস্বীকার করলো এবং তাতে শঙ্কিত হলো, কিন্তু মানুষ তা বহন করলো

    আয়াতের মধ্যে আমানত দ্বারা নামায প্রতিটি কাজই উদ্দেশ্য যা করলে সাওয়াব পাওয়া যায় আর না করলে গুনাহ হয়

(তাফসীরে জালালাইন তাফসীরে সাভীর পাদটীকা, পারা: ২২, সূরা আহযাব, আয়াত: ৭২, অংশ: / , পৃষ্ঠা: ৫৪ )

    আফসোস! আমাদের প্রতিটি কাজের কথা স্মরণ থাকে * খাবারের কথা ভুলি না * পান করতে ভুলি না * নতুন কাপড় নিতে ভুলি না * মোবাইলের নতুন মডেল আসে তো যতোক্ষণ পর্যন্ত ক্রয় করতে পারি না, প্রশান্তি আসে না * গাড়ির জন্য নতুন নতুন মডেলের প্রতি দৃষ্টি রাখি * হ্যাঁ মনোযোগ নেই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে অর্থাৎ ইবাদতের দিকে মনোযোগ থাকে না * কবরের চিন্তাভাবনা হয় না * কবরের ভয়ের দিকে মনোযোগ থাকে না * কবরে যখন মুনকির নাকির (ফেরেশতাদ্বয়) প্রশ্ন করবে ঐ একাকীত্বে, ভয়ের মধ্যে কী উত্তর দিতে হবে? কিভাবে দিবেন? * কিয়ামতের প্রচন্ড গরমের মধ্যে আমাদের কী অবস্থা হবে? যখন আমলনামা খোলা হবে তখন আমাদের কী