Lazzat e Ibadat

Book Name:Lazzat e Ibadat

আপনাকে যিনি চাদর দিয়েছেন তিনি কে? গরীব লোকটি বলল: তিনি রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم শাহজাদা ইমাম জাফর সাদেক رَضِیَ اللهُ عَنْہُ

    اَللهُ اَكْبَرُ! এখন আমি ইমাম জাফর رَضِیَ اللهُ عَنْہُ কে খোঁজা করা শুরু করলাম, যাতে তাঁর কাছ থেকে হাদীস শুনতে পারি কিন্তু আফসোস! আমি দ্বিতীয়বার সাক্ষাত করা থেকে বঞ্চিত রইলাম (হিকায়াতে অর নসীহতে, পৃষ্ঠা: ৪৩৭) আল্লাহ পাকের রহমত তাঁর উপর বর্ষিত হোক আর তাঁর সদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী ভাইয়েরা! বয়ানের শেষে সুন্নাতের ফযীলত কিছু আদব বর্ণনা করার সৌভাগ্য অর্জন করছি নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: مَنْ اَحَبَّ سُنَّتِي فَقَدْ اَحَبَّنِي وَمَنْ اَحَبَّنِي كَانَ مَعِي فِي الْجَنَّةِ যে আমার সুন্নাতকে ভালোবাসলো, সে (মূলত) আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো, সে আমার সাথে জান্নাতে থাকবে

(মিশকাত, / ৫৫, হাদীস: ১৭৫)

খাবার খাওয়ার সুন্নাত ও আদব

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! মাকতাবাতুল মদীনার কিতাব সুন্নাত আদবথেকে খাবারের খাওয়ার সুন্নাত আদব শ্রবণ করি: * সকল প্রকার খাদ্য গ্রহণের আগে নিজের হাত কবজি পর্যন্ত ধৌত করে নিন নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন, যখন খাবার উপস্থিত করা হবে তা গ্রহণের পূর্বে অযু করবে যখন তা শেষ করবে তখনও অযু করবে (সুনানে ইবনে মাযাহ, কিতাবুল আতয়িমাহ, বাবুল অযুয়ে ইন্দাততোয়াম, হাদীস নং-৩২৬০, ৪র্থ খন্ড, পৃষ্ঠা) হাকীমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খাঁন নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লিখেন এই (অর্থাৎ খাওয়ার অযু) অর্থ হলো: হাত মুখ পরিষ্কার করা, হাত ধৌত করা, কুলি করা (মিরাতুল মানাজিহ /৩২)

ঘোষণা

    খাবারের অবশিষ্ট সুন্নাত আদব তরবিয়্যতি হালকার মধ্যে বলা হবে সুতরাং সেগুলো জানার জন্য তরবিয়্যতি হালকায় অবশ্যই অংশ গ্রহণ করুন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد