Book Name:Lazzat e Ibadat
সংস্পর্শ অবলম্বন করেছি (৩) আমি দুনিয়ার স্বাদ ছেড়ে দিয়েছি, ফলে আখিরাতের স্বাদ অর্জন করাতে সফল হয়ে গেলাম।
(তারিখুল ইসলাম, ৬/১৮৪)
اَلْحَمْدُ لِلّٰه! আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দা’ওয়াতে ইসলামী সারা দুনিয়ায় ৮০টির অধিক বিভাগে নেকীর দা’ওয়াতের সাড়া জাগিয়ে যাচ্ছে, তার মধ্য হতে একটি বিভাগ হলো “সাপ্তাহিক ইজতিমা বিভাগ”। সাপ্তাহিক ইজতিমা মজলিস প্রায় ৩ থেকে ৫ জন সদস্যের মধ্যে সীমাবদ্ধ যথা ক্বারী ও নাত খাঁ এবং মুবাল্লীগের জাদুওয়াল বানানো, তিলাওয়াত ও নাত এবং বয়ান প্রিন্ট করে সংশ্লিষ্ট যিম্মাদারকে কমপক্ষে ৭দিন পূর্বে বলা। ইজতিমা স্থল বিশেষকরে প্রবেশ করার দরজায় নিরাপত্তা যিম্মাদার নিয়োগ দেয়া। স্পিকার, লাইট, জেনারেটর এবং ইউপি এসের ব্যবস্থা করা, অযুখানা ও ইস্তিঞ্জাখানায় পানি ইত্যাদির ব্যবস্থা করা, ইজতিমাস্থল এবং মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখা, মাদুর ও ছাটায় বিছানো এবং ইজতিমা শেষে উঠিয়ে নেয়া, স্টল, অযুখানা এবং মসজিদের ছাদে কথাবার্তায় মশগুল থাকা ইসলামী ভাইদের নম্রতা ও বিনয় সহকারে সুন্নাতে ভরা ইজতিমায় অংশ গ্রহণ করানো, প্রয়োজন সাপেক্ষে উপযুক্ত স্থানে পানির টেপ লাগানো, মাকতাবাতুল মদীনার স্টলে কিতাব ও পুস্তিকার সরবারহ এবং স্টলে শরয়ী পরিপন্থি ও নীতিহীন সাহিত্য এবং অতিরিক্ত পানাহারের জিনিসপত্র বেচাকেনার প্রতি সজাগ দৃষ্টি রাখা, ইজতিমায় আসা ইসলামী ভাইদের গাড়ির জন্য পার্কিংয়ের ব্যবস্থা করা, জুতা রাখার জন্য থাক বানিয়ে গুছিয়ে জুতা রাখার ব্যবস্থা করা, প্রতিটি স্টলের জায়গা নির্দিষ্ট করা বরং সম্ভব হলে প্যানাফ্ল্যাক্স ব্যানার বা বোর্ড লাগানো ইত্যাদি এই যিম্মাদারীর মধ্যে অন্তর্ভূক্ত। আল্লাহ পাক “সাপ্তাহিক ইজতিমা মজলিস” কে আরও উন্নতি দান করুক।
ইবাদতের স্বাদ পাওয়ার একটি সর্বোত্তম পদ্ধতি
প্রিয় ইসলামী ভাইয়েরা! ইবাদতের স্বাদ পাওয়ার একটি সর্বোত্তম পদ্ধতি হলো: আমরা আল্লাহ পাকের নেককার বান্দাদের সংস্পর্শ অবলম্বন করি, اِنْ شَآءَالله! আল্লাহ পাকের নেককার বান্দাদের কাছে উঠা বসার দ্বারা, তাদের কথাবার্তা শুনা, তাদের দিকে ভালোবাসার দৃষ্টিতে দেখা এবং তাঁদের জীবনী নিজেদের জীবনে বাস্তবায়ন করার বরকতে