Book Name:Lazzat e Ibadat
ইমাম জাফর সাদেক رَضِیَ اللهُ عَنْہُ ’র সংক্ষিপ্ত পরিচিতি
তাঁর নাম: জাফর আর উপনাম: আবু আব্দুল্লাহ। ইমাম জাফর رَضِیَ اللهُ عَنْہُ ’র সত্যবাদীতার কথা অনেক প্রসিদ্ধ ছিলো, এজন্য তাঁকে সাদিক (অর্থাৎ সত্যবাদী) বলা হয়। (ওয়াফায়াতুল আ’য়ান, খন্ড: ১, পৃষ্ঠা: ১৬৮) ইমাম জাফর رَضِیَ اللهُ عَنْہُ ৮০ হিজরীতে জন্ম গ্রহণ করেন। তিনি হোসাইনী ছিলেন। তিনি ইমাম বাকের رَضِیَ اللهُ عَنْہُ ’র সন্তান, ইমাম জয়নুল আবেদীন رَضِیَ اللهُ عَنْہُ ’র নাতি এবং সায়্যিদুশ শুহাদা, শহীদে কারবালা হযরত ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ ’র নাতির সন্তান, ইমাম জাফর সাদেক رَضِیَ اللهُ عَنْہُ ’র নসব শরীফের ব্যাপারে একটি আশ্চর্যকর বিষয় হলো তাঁর মাতা হযরত উম্মে ফারওয়া رَضِیَ اللهُ عَنْہَا মুসলমানদের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ ’র বংশধর। এভাবে ইমাম জাফর সাদেক رَضِیَ اللهُ عَنْہُ পিতার দিক দিয়ে হোসাইনী এবং মাতার দিক দিয়ে সিদ্দিকি। (সিয়ারে আলামুন নুবালা, ৬/ ৪৩৮)
হযরত ইমাম জাফর সাদেক رَضِیَ اللهُ عَنْہُ ৬৮ বছর এই দুনিয়াতে কাটান, তিনি ১৫ই রজব, ১৪৮ হিজরিতে ইন্তেকাল করেন। তাঁর মাযার মোবারক জান্নাতুল বাক্বীতে অবস্থিত। (ওয়াফিয়াতুল আ’য়ান, ১/১৬৮)
আযমতে ইমামে জাফর মারহাবা! মারহাবা!
বরকতে ইমামে জাফর! মারহাবা! মারহাবা!
সদাকাতে ইমামে জাফর! মারহাবা! মারহাবা!
শরাফতে ইমামে জাফর! মারহাবা! মারহাবা!
সায়াদাতে ইমামে জাফর! মারহাবা! মারহাবা!
কারামতে ইমামে জাফর! মারহাবা! মারহাবা!
অদৃশ্য থেকে আঙ্গুর প্রকাশ পেলো
হযরত লাইছ বিন সা’দ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: হজ্বের মৌসুম ছিলো, আমি মক্কায়ে মুকাররমায় আসরের নামায আদায় করলাম এবং আবু কুবাইস নামক পাহাড়ে চলে গেলাম, পাহাড়ের চুড়ায় আমি দেখলাম: একজন নেককার বুযুর্গ বসে দোয়া করছিলো, তিনি প্রথমে হে আমার প্রতিপালক বলে আল্লাহ পাককে ডাকলো আর নিয়মিত یَا رَبّ یَا رَبّ বলতেই রইলেন, এই পর্যন্ত যে তাঁর শ্বাস বন্ধ হয়ে গেলো, অতঃপর তিনি یَارَبَّاہٗ বলা শুরু