Book Name:Lazzat e Ibadat
৫ নং নেক আমলের প্রতি উৎসাহ প্রদান
প্রিয় ইসলামী ভাইয়েরা! ইবাদতের স্বাদ পাওয়ার, নেক কাজে মনোযোগী হওয়ার এবং নেককার লোকদের সংস্পর্শ পাওয়ার জন্য দা’ওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত থাকুন, যেলি হালকার ১২ দ্বীনি কাজের মধ্যে পরিপূর্ণভাবে অংশ গ্রহণ করুন اِنْ شَآءَالله এর বরকতে নেকীর উপর অটলতা পাওয়ার ও গুনাহ থেকে বেঁচে থাকার মানসিকতা তৈরি হবে, যেলি হালকার ১২ দ্বীনি কাজের মধ্য হতে একটি হলো নেক আমল পুস্তিকা পূরণ করা, শায়খে তরীকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ ’র দেয়া “৭২ নেক আমল”র মধ্য হতে ৫ নং নেক আমল হলো: আপনি কি আজ পাঁচ ওয়াক্ত নামাযের পর কমপক্ষে একবার করে আয়াতুল কুরসী, সূরা ইখলাস ও তাসবীহে ফাতেমা رَضِیَ اللهُ عَنْہَا পাঠ করেছেন? اَلْحَمْدُ لِلّٰه! শায়খে তরীকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ তাঁর মুরিদদেরকে নিজেদের সংশোধনের জন্য খুব সুন্দর ব্যবস্থাপনা দান করেছেন। আপনারাও পকেট সাইজ এই সংক্ষিপ্ত পুস্তিকা মাকতাবাতুল মদীনা থেকে সংগ্রহ করুন, সেটা পাঠ করুন এবং সেই অনুযায়ী জীবন অতিবাহিত করুন এবং প্রতিদিন নিজের আমলের পর্যবেক্ষণ করুন। اِنْ شَآءَالله! গুনাহ থেকে বাঁচার ও নেকী করার মানসিকতা তৈরি হবে, অন্তরের পবিত্রতা মিলবে এবং চরিত্র সুন্দর ও সংশোধন হয়ে যাবে।
আল্লাহ পাক আমাদের অন্তরের কঠোরতা দূর করে দিক, আমাদের অন্তর আলোকিত করুক, হায়! যদি নামাযের মধ্যে আমাদের মন বসে যেতো, হায়! যদি ইবাদতের আগ্রহ ও স্পৃহা নসীব হয়ে যেতো, হায়! শতোকোটি আফসোস! আমাদের ইবাদতের স্বাদও যদি মিলে যেতো এবং তাতে স্থায়িত্বও যেন নসীব হয়ে যেতো। اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
ইমাম জাফর সাদিক رَضِیَ اللهُ عَنْہُ ’র আলোচনা
হে আশিকানে রাসূল! ১৫ রজব ইমাম জাফর সাদিক رَضِیَ اللهُ عَنْہُ ’র ওরস মোবারক, এ প্রসঙ্গে আসুন! বরকত অর্জনের জন্য ইমাম জাফর সাদিক رَضِیَ اللهُ عَنْہُ ’র সংক্ষিপ্ত জীবনী শ্রবণ করি।