Book Name:Lazzat e Ibadat
যেতেন, নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ’র খেদমতে লোকের আরজি নিয়ে আসতো, তাদের আবেদনও শুনতেন এবং আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ’র তো এই শান যে পশুরাও তাঁর দরবারে তাদের পেরেশানীর কথা বলতো নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাদেরও স্নেহ ও দয়া দ্বারা ধন্য করতেন।
এভাবে চিন্তা করতে থাকুন! কতো ব্যস্ততা ছিলো, ঐসব ব্যস্ততার মধ্যেও নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ধারাবাহিকতার সাথে ও অধিক হারে আল্লাহ পাকের ইবাদত করতেন।
দুনিয়াতে আসার উদ্দেশ্য হলো ইবাদত
হায়! আমাদের মধ্যে একটি হলো আমরা সবকিছুর জন্য সময় নিই, যদি আমরা অর্থ উপার্জন করতে চাই তবে সময়ই সময় * ঘুরাফেরা করার জন্য যেতে হয় তো অনেক সময় * মোবাইল ও সোশ্যাল মিডিয়ার (Social Media) জন্য আমরা সব সময় ফ্রি (Available) * কোন সার্কাসের জোকার এসে যায় তবে তার আশেপাশে জড়ো হওয়ার জন্যও সময় আছে * খেলাধূলা করার জন্যও সময় আছে * ক্রিকেট ম্যাচ শুরু হয় তো, তখনোও সড়কের উপর বড় বড় এল সি ডি লাগিয়ে সারা রাত খেলা দেখার ও উল্লাস করারও সময় থাকে। হ্যাঁ আমাদের সময় থাকে না শুধুমাত্র ইবাদতের জন্য * আমাদের সময় থাকে না শুধু ইশরাক ও চাশতের জন্য * সময় নেই শুধু আওয়াবীন নফলের জন্য * সময় নেই তো নেকী পূর্ণ ইজতিমায় অংশ গ্রহণ করার * মাদানী কাফেলায় সফর করার সময় নেই * নেকীর দা’ওয়াত দেয়ার জন্য সময় নেই * ইলমে দ্বীন শিখার সময় নেই * যদি সময় না থাকে তবে কবর ও আখিরাতের প্রস্তুতির সময় নেই * এগুলো ছাড়া দুনিয়াবী যেকোন কাজের জন্য আমরা সময় বের করেই নিই।
হায়! যদি আমাদের পরকালের চিন্তাভাবনা নসীব হয়ে যেতো, হায়! আমরা যদি আমাদের প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে আমলীভাবে নিজের আইডল (Ideal) বানাতাম এবং হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ’র আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার ক্ষেত্রে সফল হয়ে যেতাম। হায়! যদি ইবাদতের সামর্থ্য নসীব হয়ে যেতো।