Book Name:Lazzat e Ibadat
পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ’র পাহারার দায়িত্ব না থাকতো তাহলে আমি আমার প্রাণ দিয়ে দিতাম তারপরও সূরা অবশ্যই পরিপূর্ণ করতাম।
(উয়ুনুল হিকায়াত, ১/ ৩৩,৩৪)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
(২) হযরত ওরওয়া বিন যুবাইর ও ইবাদতের স্বাদ
হযরত ওরওয়া বিন যুবাইর رَضِیَ اللهُ عَنْہُ ’র পায়ে একবার ফোঁড়া উঠলো (যেটার দ্বারা মাংস পঁচে ঝরে যায়), সুতরাং ডাক্তাররা (Doctors) এটা সিদ্ধান্ত নিলো: হযরত উরওয়া বিন যুবাইর رَضِیَ اللهُ عَنْہُ ’র পা কেটে ফেলতে হবে যাতে এই ক্ষতটি পুরো শরীরে ছেঁয়ে না যায় কিন্তু হযরত উরওয়া বিন যুবাইর رَضِیَ اللهُ عَنْہُ এতে রাজি হলেন না আর বরাবর অস্বীকৃতি জানাতেই রইলেন। পরিশেষে ডাক্তাররা বলল: যখন তিনি নামায পড়বেন, তখন তাঁর পা কাটতে হবে। ডাক্তারা এরকমই করলো, হযরত উরওয়া বিন যুবাইর رَضِیَ اللهُ عَنْہُ নামায আদায় করছিলেন আর তাঁর পা কাটা ফেলা হলো কিন্তু কুরবান হয়ে যান! হযরত উরওয়া رَضِیَ اللهُ عَنْہُ এমন একাগ্রতার সাথে নামাযের স্বাদে বিভোর হয়ে নামায আদায় করছিলেন যে, তাঁর পা কাটার বিষয়ে পর্যন্ত অনূভব হলো না। (আল মাদখুল লি ইবনুল হাজ্জ, ২/ ১৯০)
(৩) হযরত মুসলিম বিন ইয়াসার ও ইবাদতের স্বাদ
ইমাম আহমদ বিন হাম্বল رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লিখেন: হযরত মুসলিম বিন ইয়াসার رَضِیَ اللهُ عَنْہُ একবার নামায আদায় করছিলেন, হঠাৎ তাঁর পাশেই কোন কারণে আগুন জ্বলে উঠে, হযরত মুসলিম বিন ইয়াসার رَضِیَ اللهُ عَنْہُ নামাযের মধ্যে এতোই নিমগ্ন ছিলেন যে, আগুন লেগে যাওয়ার বিষয়ে তাঁর অনূভবই হলো না, শেষ পর্যন্ত লোকেরা এসে আগুন নিভিয়ে দিলো। (আয যুহুদ লি আহমদ বিন হাম্বল, ৩০১ পৃষ্ঠা)
(৪) হযরত আব্দুল্লাহ বিন যুবাইর ও ইবাদতের স্বাদ
সাহাবীয়ে রাসূল হযরত আব্দুল্লাহ বিন যুবাইর رَضِیَ اللهُ عَنْہُمَا ’রও ইবাদতের গভীর স্বাদ নসীব হয়েছিলো, তিনি অত্যন্ত একাগ্রতা ও বিনয় সহকারে নামায আদায় করছিলেন, তাঁর কাছেই তাঁর আদরের ছোট বাচ্চা উপস্থিত ছিলো, হঠাৎ ছাদ থেকে একটি সাপ বাচ্চার পাশে এসে পড়লো, লোকজন সাপ সাপ বলে চিৎকার শুরু করলো আর শেষ পর্যন্ত