Book Name:Lazzat e Ibadat
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ১০০ আয়াত পাঠ করে (হয়তো) রুকু করবেন কিন্তু তিনি ১০০ আয়াত পাঠ করে রুকু করলেন না বরং সামনে অগ্রসর হলেন, আমি ভাবলাম যে, হয়তো ২০০ আয়াতের পর রুকু করবেন কিন্তু তিনি ২০০ আয়াতের পরও রুকু করলেন না। এখন আমার এই ধারণা হলো যে হুযুর পূরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم পুরো সূরা বাকারা (অর্থাৎ প্রায় আড়ায় পারা) সম্পূর্ণ করে রুকু করবেন। অতএব সূরা বাকারা পূর্ণ হলো কিন্তু তিনি এখনো রুকু করলেন না বরং সূরা আলে ইমরান আরম্ভ করে দিলেন। এখন আমি ভেবেছিলাম প্রিয় নবী হয়তো সূরা আলে ইমরান পরিপূর্ণ তিলাওয়াত করে রুকু করবেন। (কিন্তু আমার ধারণা এবারও সঠিক হলো না) নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সূরা আলে ইমরান পূর্ণ করলেন (অর্থাৎ পৌনে ৪ পারা তিলাওয়াত করলেন) কিন্তু রুকু করলেন না বরং সূরা নিসা শুরু করলেন।
হযরত হুযাইফা رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আমি ভাবলাম হয়তো হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সূরা নিসা পূর্ণ করে রুকু করবেন, এবারও আমার ধারণা সঠিক হলো না, নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সূরা নিসা পূর্ণ করলেন (অর্থাৎ ৫ পারা পরিপূর্ণ হয়ে গেলো) এখন রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সূরা মায়েদা শুরু করলেন এবং সূরা মায়েদা পূর্ণ করার পর (অর্থাৎ প্রায় ৬ পারা পাঠ করে) রুকু করলেন। আমি শুনেছি: নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم রুকুর মধ্যে سُبْحَانَ رَبِّیَ الْعَظِیْم পড়ছিলেন, অতঃপর (দ্বিতীয় রাকাতে) তিনি সূরা আনআম শুরু করলেন। (মুসান্নেফে আব্দুর রাযযাক, ২/ ৯৫-৯৬, হাদীস: ২৮৪৫)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হে আশিকানে রাসূল! আপনারা শুনলেন তো! প্রিয় নবী রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কেমন অধিকহারে ও ধারাবাহিকতার সাথে ইবাদত করতেন। অতঃপর এখানে এটাও গভীরভাবে চিন্তা করুন, নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ’র ব্যস্ততা কেমন ছিলো? আমাদের উপর সাধারণত একটি পরিবারের দায়িত্ব থাকে, একটি পরিবারের কিছু লোকদের দেখাশুনা করতে হয় কিন্তু আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সারা জাহানের নবী, নবুয়তের দায়িত্বও পালন করতেন, সাহাবায়ে কেরামগণের رَضِیَ اللهُ عَنْہُمْ ইলমে দ্বীন শিখাতেন, নেকীর দা’ওয়াতও দিতেন, পেরেশানগ্রস্ত লোকদের শান্তনাও দিতেন, অসুস্থদের দেখতেও