Book Name:Aaqa Ka Safar e Meraj

হোক আমি জিজ্ঞাসা করলাম: হে জিব্রাঈল! এটা কিসের আওয়াজ? তিনি আরয করলেন: এরা তাবুতে পর্দাশীলা (হুর) তারা আপনাকে সালাম প্রদান করার জন্য আল্লাহ পাকে নিকট অনুমতি প্রার্থনা করে, আল্লাহ পাক তাদের অনুমতি প্রদান করেন, তখন তারা বলতে লাগলো: আমরা সন্তুষ্টই থাকি, আমরা কখনোই অসন্তুষ্ট হবো না, আমরা সর্বদা বিরাজমান, কখনো বিলীন হবো না এতে রাসূলে আকরাম, নূরে মুজাসসাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ২৭তম পারার সূরা আর রহমানের ৭২ নং আয়াত তিলাওয়াত করলেন:

 

حُوۡرٌ  مَّقۡصُوۡرٰتٌ فِی  الۡخِیَامِ (ۚ۷۲)

(পারা ২৭, আর রহমান, আয়াত ৭২)

কানযুল ঈমান থেকে অনুবাদ: হুরেো রয়েছে তাবু সমূহের মধ্যে, পর্দানশীন

 (আল বাআস ওয়ান নুশুর লিল বায়হাকী, ২১৫ পৃষ্ঠা, হাদীস  ৩৪০)

জান্নাতী নদী ও পাখি

    নবীয়ে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: (মেরাজের রাতে) আমি জান্নাতে প্রবেশ করলাম, আমি দেখলাম; এর কাঁকরগুলো (ছোট ছোট পাথর) মুক্তোর এর মাটি মুশকের (এক প্রকার সুগন্ধি) ছিলো, (বুখারী, কিতাবু আহাদীসিল আম্বিয়া, ৮৫২ পৃষ্ঠা, হাদীস ৩৩৪২) অতঃপর চারটি নদী দেখলাম, একটি পানির, যার রঙ পরিবর্তন হয়না, অপরটি দুধের, যার স্বাদ পরিবর্তন হয়না, তৃতীয়টি অমিয় সূধার, যা পানকারীর জন্য শুধুই স্বাদের (এতে নেশা একেবারেই আসে না) এবং চতুর্থটি পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন মধুর জান্নাতী আনার আকারে বালতির ন্যায় পাখিরা উটের ন্যায় ছিলো, এতে আল্লাহ পাক তাঁর নেককার বান্দাদের জন্য এমন এমন নেয়ামত প্রস্তুত করে রেখেছেন, যা কোন চোখেই দেখেনি, কোন কানেই শুনেনি এবং কোন মানুষের অন্তরে এর ভাবনাও আসেনি

(মুসলিম, কিতাবুল ঈমান, ৮৭)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

আপনিই ইমামুল আম্বিয়া!

    হে আশিকানে রাসূল! মে’রাজের সফরের একটি দিক (Aspect) এটাও যে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এই রাতে সকল আম্বিয়ায়ে কিরামগণের عَلَیْهِمُ السَّلَام ইমামতি করেন এবং তাঁদেরকে নিজের মুক্তাদি হওয়ার সৌভাগ্য দান করেন, যেমনটি হাদীসে পাকে