Book Name:Aaqa Ka Safar e Meraj

শা’বানুল মুয়াজ্জমের প্রতি বিশেষ ভালবাসা

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আসলেই আমলনামা পরিবর্তন সম্পর্কে শাবানুল মুয়াজ্জম খুবই গুরুত্ব বহন করে এবং আগামী মাদানী মাস অর্থাৎ চন্দ্র মাস হচ্ছেশাবানুল মুয়াজ্জম, আমাদের উচিৎ, ফরয ওয়াজিব সমূহ আদায়ের পাশাপাশি শাবানুল মুয়াজ্জম মাসে নফল নামায এবং নফল রোযা বেশী বেশী করে রাখা, আমাদের প্রিয় নবী, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এই মুবারক মাসকে নিজের দিকে সম্পর্কীত করে ইরশাদ করেন: شَعْبَانُ شَهْرِىْ وَرَمَضَانُ شَهْرُ الله অর্থাৎ শাবান আমার মাস রমযান আল্লাহ পাকে মাস (জামেয়ে সগীর, হরফুশ শীন, ৩০১ পৃষ্ঠা, হাদীস ৪৮৮৯)

    اَلْحَمْدُ لِلّٰه এই মুবারক মাসের রোযারও অনেক বেশি ফযীলত রয়েছে; নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: “(রমযানের পর) সবচেয়ে উত্তম হলো রমযানের সম্মানের জন্য শাবানের রোযা

(শুয়াবুল ঈমান, /৩৭৭, হাদীস ৩৮১৯)

    নবীয়ে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم পুরো শাবানের রোযা রাখতেন হযরত আয়েশা সিদ্দিকা رَضِیَ اللهُ عَنْہَا আরয করেন: ইয়া রাসূলাল্লাহ
 صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ! সকল মাস সমূহের মধ্যে কি আপনার সবচেয়ে বেশি পছন্দ শাবানের রোযা রাখা? তখন প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: আল্লাহ পাক এই বছর মৃত্যুবরণকারী সকল প্রাণীর নাম লিখে দেন আর আমার পছন্দ যে, আমার মৃত্যুর সময় আসবে এবং আমি যেনো রোযা অবস্থায় থাকি (মুসনাদে আবী ইয়ালা, /২৭৭, হাদীস ৪৮৯০)

 

    আল্লাহ পাক আমাদেরকে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সদকায় শাবান অতঃপর পুরো রমযান মাসের রোযা রাখার তৌফিক দান করুন, হায়! আমরা যদি পুরো মাসের বা শেষ দশদিনের ইতিকাফ করতে সফল হয়ে যাই, হায়! যেনো ভালো ভালো নিয়্যত সহকারে বেশি বেশি মাদানী তহবিল জমা করার তৌফিক অর্জিত হয়ে যায়

اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖیْن  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد