Book Name:Aaqa Ka Safar e Meraj

করে দেন এই কারণেই আল্লাহ পাকে দরবারে হযরত আবু বকর رَضِیَ اللهُ عَنْہُ অনেক উচ্চ মর্যাদা লাভ করেন এবং আল্লাহ পাকে অসংখ্য নেয়ামতের অধিকারী সাব্যস্ত হন

শানে সিদ্দিকে আকবর

    মেরাজের মুবারক রাতে যখন নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم জান্নাতে তাশরীফ নিয়ে গেলেন, তখন রেশমের পর্দা সমৃদ্ধ একটি প্রাসাদ পর্যবেক্ষণ করলেন প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হযরত জিব্রাঈল عَلَیْہِ السَّلَام কে জিজ্ঞাসা করলেন: হে জিব্রাঈল! এটা কার জন্য? আরয করা হলো: হযরত আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ এর জন্য (আর রিয়াযুন নযারা, /১১০)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

মকামে মুস্তাওয়া

    প্রিয় ইসলামী ভাইয়েরা! যখন প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সিদরাতুল মুনতাহা থেকে সামনে অগ্রসর হন তখন হযরত জিব্রাঈল عَلَیْہِ السَّلَام সেখানেই রয়ে গেলেন এবং সামনে অগ্রসর হতে অপারগতা প্রকাশ করলেন (আল মাওয়াহিবু লিদ দুনিয়া, /৩৮১) প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: আমি জিব্রাঈল আমিনকে (عَلَیْہِ السَّلَام) জিজ্ঞাসা করলাম: আপনি কি আপনার রবকে দেখেছেন? তিনি আরয করলেন: আমার আমার রবের মাঝখানে নূরের সত্তরটি (৭০) পর্দা রয়েছে, যদি আমি এর কোন একটির নিকটও যাই তবে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবো (কানযুল উম্মাল, ৭ম অংশ, ১৪/১৯১, হাদীস ৩৯২০৪) অতঃপর প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم (একা সিদরাতুল মুনতাহা থেকে) সামনে অগ্রসর হলেন এবং উপর দিকে সফর করে একটি স্থানে তাশরীফ নিয়ে গেলেন, যাকে মুস্তাওয়া বলা হয়, এখানে রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কলম চলার শব্দ শুনতে পান (বুখারী, কিতাবুস সালাত, ১৬১ পৃষ্ঠা, হাদীস ৩৪৯) এটিই হলো সেই কলম, যা দ্বারা ফিরিশতাগণ প্রতিদিন আল্লাহ পাকে বিধানাবলী লিখে থাকেন এবং লৌহে মাহফুয থেকে এক বছরের ঘটনাবলী আলাদা আলাদা পুস্তিকায় লিপিবদ্ধ করেন আর এই পুস্তিকা শাবানের পনেরতম (১৫তম) রাতে সংশ্লিষ্ট আদেশদাতা ফিরিশতাগণের কাছে সমর্পন করে দেয়া হয় (মিরাতুল মানাজিহ, /১৫৫)