Book Name:Aaqa Ka Safar e Meraj

صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সেই স্থানে পৌঁছলেন, যেখানে জ্ঞানও কাজ করে না, আজকের রাতেই প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে বিশেষ নেয়ামত দান করা হয়েছে, আজকের রাতেই প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে প্রথমে ৫০ ওয়াক্ত নামায উপহার স্বরূপ আল্লাহ পাকে দরবার থেকে দান করা হয়েছে, যা কমানোর পর পাঁচ ওয়াক্ত নামায হিসেবে আমাদের উপর ফরয করা হয়েছে, আজকের রাতেই নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم জান্নাত দোযখ পর্যবেক্ষণ করেছেন, আজকের রাতেই প্রিয় নবী  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আল্লাহ পাকে বিশেষ নৈকট্য অর্জিত হয়, আজকের রাতেই রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কপালের চোখেই সম্পূর্ণ জাগ্রত অবস্থায় আল্লাহ পাকে দীদার করেন আসুন! মেরাজের সফরের ঈমান সতেজকারী চিত্তাকর্ষক দিক গুলো সম্পর্কে শ্রবণ করি

মে’রাজের সফরের সারমর্ম

    তাফসীরে সিরাতুল জিনান ৫ম খন্ডের ৪১৪ পৃষ্ঠায় রয়েছে: মে’রাজের রাতে হযরত জিব্রাঈল আমিন عَلَیْہِ السَّلَام প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে উপস্থিত হলেন, রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে মে’রাজের সুসংবাদ শুনালেন এবং প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র বক্ষ খুলে তা যমযমের পানি দ্বারা ধৌত করলেন, অতঃপর এতে প্রজ্ঞা ও ঈমান পূর্ণ করে দিলেন। এরপর প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে বুরাক (নামক বাহন) উপস্থাপন করা হলো এবং খুবই আদব ও সম্মান পূর্বক তাতে আরোহন করিয়ে মসজিদে আকসার দিকে নিয়ে যাওয়া হলো। বায়তুল মুকাদ্দাসে রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সকল নবী ও রাসূলগণের عَلَیْهِمُ السَّلَام ইমামতি করলেন। অতঃপর সেখান থেকে আসমানের দিকে সফরের প্রতি মনোনিবেশ করলেন, হযরত জিব্রাঈল আমীন عَلَیْہِ السَّلَام একে একে সকল আসমানের দরজা খুলালেন, প্রথম আসমানে হযরত আদম عَلَیْہِ السَّلَام, দ্বিতীয় আসমানে হযরত ইয়াহইয়া ও হযরত ঈসা عَلَیْہِمَا السَّلَام, তৃতীয় আসমানে হযরত ইউসুফ عَلَیْہِ السَّلَام, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস عَلَیْہِ السَّلَام, পঞ্চম আসমানে হযরত হারুন عَلَیْہِ السَّلَام, ষষ্ট আসমানে হযরত মূসা عَلَیْہِ السَّلَام এবং সপ্তম আসমানে হযরত ইব্রাহিম عَلَیْہِ السَّلَام প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যিয়ারত ও সাক্ষাৎ দ্বারা ধন্য হলেন, তাঁরা হুযুরে আনওয়ার صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে সম্মান প্রদর্শন করলেন এবং সুভাগমনের