Book Name:Aaqa Ka Safar e Meraj

মকীনে লা-মকানের মহত্ব        মারহাবা

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

“ফয়যানে মে’রাজ” কিতাবের পরিচিতি

    প্রিয় ইসলামী ভাইয়েরা! রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মেরাজ সম্পর্কে আরো বিস্তারিত জানতে মাকতাবাতুল মদীনার প্রকাশিত ফয়যানে মেরাজ কিতাবটি অধ্যয়ন করা খুবই উপকারী اَلْحَمْدُ لِلّٰه এই কিতাবে * মেরাজের ধারাবাহিক ধাপগুলোর বিস্তারিত * মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফরের পর্যবেক্ষণ * আসমানের সফরের মাঝে জান্নাত দোযখ পর্যবেক্ষণ * আম্বিয়ায়ে কিরামের সাথে সাক্ষাতের বিস্তারিত বিবরণ * অসংখ্য ভিন্ন ভিন্ন মাদানী ফুল এবং
* মেরাজ শরীফের সাথে সম্পর্কীত কয়েকটি কালাম ইত্যাদি খুবই উত্তম সহজভাবে বর্ণনা করা হয়েছে সুতরাং এই কিতাবটি মাকতাবাতুল মদীনা থেকে ন্যায্য মূল্যে সংগ্রহ করুন, অপর ইসলামী ভাইদেরও এর উৎসাহ প্রদান করুন দাওয়াতে ইসলামী ওয়েব সাইট www.dawateislami.net থেকেও এই কিতাবটি পড়তে পারবেন, ডাউনলোড (Download) এবং প্রিন্ট আউট (Print Out) করতে পারবেন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী ভাইয়েরা! যখন নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আসমান সমূহের সফর করে এবং আল্লাহ পাকে নিদর্শন সমূহ পরিদর্শন করে আসমান থেকে জমিনে তাশরীফ নিয়ে আসলেন, তখন বায়তুল মুকাদ্দাসে প্রবেশ করলেন এবং বুরাকে আরোহন করে মক্কায়ে মুকাররমার জন্য যাত্রা করলেন পথিমধ্যে হুযুরে আনওয়ার صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বাইতুল মুকাদ্দাস থেকে মক্কা পর্যন্ত সকল বিশ্রামস্থল এবং কুরাইশের কাফেলাদেরও দেখলেন এই সম্পূর্ন ধাপগুলো অতিক্রম করার পর প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মসজিদে হারামে পৌঁছলেন, যেহেতু রাতের এখনো বড় অংশ অবশিষ্ট ছিলো, তাই প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم শুয়ে পড়লেন