Book Name:Aaqa Ka Safar e Meraj

মে’রাজের সত্যতা স্বীকারকারী সাহাবী

    উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা رَضِیَ اللهُ عَنْہَا বলেন: যখন নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে মসজিদে হারাম থেকে মসজিদে আকসার সফর করানো হলো, তখন প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم পরদিন সকালে মানুষের সামনে এর পরিপূর্ণ ঘটনা বর্ণনা করলেন, কিছু মুশরিক দৌঁড়ে হযরত আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ এর কাছে গিয়ে বলতে লাগলো: আপনি কি এই সত্যতা স্বীকার করতে পারেন যে, আপনার সাথী বললো, তিনি রাতারাতি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ভ্রমন করেছেন? হযরত আবু বকর رَضِیَ اللهُ عَنْہُ বললেন: প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কি আসলেই এরূপ বর্ণনা করেছেন? তারা বললো: জি হ্যাঁ হযরত আবু বকর رَضِیَ اللهُ عَنْہُ বললেন: لَئِنْ كان قَالَ ذٰلِكَ لَـقَدْ صَدَقَ অর্থাৎ যদি প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এরূপ ইরশাদ করেন, তবে নিঃসন্দেহে সত্য বলেছেন এবং আমি তাঁর এই কথা বিনা দ্বিধায় সত্যায়ন করছি তারা বললো: আপনি কি এই আশ্চর্যজনক কথারও সত্যায়ন করছেন যে, তিনি আজ রাতে বায়তুল মুকাদ্দাস গেছেন এবং সকাল হওয়ার পূর্বেই ফিরেও এলেন? হযরত আবু বকর رَضِیَ اللهُ عَنْہُ বললেন: জি হ্যাঁ! আমি তো রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আসমানী বার্তা সমূহেরও সকাল সন্ধ্যা সত্যায়ন করে থাকি নিঃসন্দেহে তা তো এর চেয়েও বেশি আশ্চর্যজনক বিষয় অতএব এই ঘটনার পর হযরত আবু বকর رَضِیَ اللهُ عَنْہُ সিদ্দিক হিসেবে প্রসিদ্ধ হয়ে গেলেন

(মুস্তাদরিক, কিতাবু মারিফাতিস সাহাবা, /২৫, হাদীস ৪৫১৫)

 

    হে আশিকানে রাসূল! আপনারা শুনলেন তো! মেরাজের সত্যায়নকারী সর্বপ্রথম সাহাবী আশিকে আকবর আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ ছিলেন। মনে রাখবেন! নবী ও রাসূলগণের পর মানুষের মধ্যে হযরত আবু বকর رَضِیَ اللهُ عَنْہُই সবচেয়ে উত্তম। তাঁর ফযীলত অসংখ্য, নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি ঈমান আনয়নকারী পুরুষদের মধ্যে সর্বপ্রথম তিনি رَضِیَ اللهُ عَنْہُ ই ছিলেন, সফর ও অবস্থানে নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথেই ছিলেন, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথেই হিজরত করার সৌভাগ্য অর্জন করেন এবং ঐ মর্যাদায় গিয়ে পৌঁছেন যে, নিজের সম্পদ, প্রাণ, সন্তান, দেশ মোটকথা প্রতিটি জিনিষই প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি উৎসর্গ