Book Name:Aaqa Ka Safar e Meraj

    তাফসীরে সীরাতুল জিনান ২য় খন্ডের ১১২ পৃষ্ঠায় রয়েছে: এই আয়াত দ্বারা জানা গেলো, কিয়ামতে সত্যিকারের সফলতা হলো যে, বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়া হবে আর দুনিয়ায় সফলতা হলো নিজের সত্তার সফলতা কিন্তু যদি এই সফলতা আখিরাতে ক্ষতির কারণ হয় তবে সত্যিকারেই এটি ক্ষতির কারণ আর বিশেষকরে সেই লোকেরা, যারা দুনিয়ার সফলতার জন্য সব কিছুই করে এবং আখিরাতের সফলতার জন্য কিছুই করে না তবে নিশ্চয় ক্ষতিতেই রয়েছে সুতরাং প্রত্যেক মুসলমানের উচিৎ, তারা যেনো এরূপ আমলের প্রতি বেশি মনোযোগি হয় এবং এর জন্য বেশি চেষ্টা করে, যাতে তার সত্যিকার সফলতা অর্জিত হতে পারে এবং ঐসকল আমল থেকে বিরত থাকে, যা তার সত্যিকারের সফলতার প্রতিবন্ধক হতে পারে আল্লাহ পাকে নিকট দোয়া হলো: তিনি যেনো আমাদের নেক আমল করা এবং গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন আর আমাদেরকে সত্যিকার সফলতা দান করেন اٰمِين

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد