Book Name:Aaqa Ka Safar e Meraj

    হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয় বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলম শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালিন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের নিকট পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

মহান ও বরকতময় রাত

    হে আশিকানে রাসূল! আজ ১৪৪৪ হিজরীর রজবুল মুরাজ্জবের ২৭তম রাত অর্থাৎ শবে মেরাজ, আল্লাহ পাকে লাখো লাখো কৃতজ্ঞতা যে, তিনি আরো একবার আমাদেরকে এই মহত্বপূর্ণ বরকতময় মহান এবং পবিত্র রাত দান করেছেন

    اَلْحَمْدُ لِلّٰه আজকের রাত হলো সেই মহান ও আলোকময় উজ্জ্বল রাত, যে মেরাজের রাতে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে এক মহান মুজিযা দান করা হয়েছে। আজকের রাতই সকল ফিরিশতার সর্দার হযরত জিব্রাঈল আমিন عَلَیْہِ السَّلَام নবীয়ে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র খেদমতে খুবই দ্রুতগামী বাহন “বুরাক নিয়ে উপস্থিত হয়েছিলেন, প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে দুলা সাজিয়েছেন, বিনম্র আদব সহকারে বুরাকের উপর আরোহন করানো হলো, রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم রাতারাতি মক্কা শরীফ থেকে বায়তুল মুকাদ্দাস পৌঁছলেন, নবী করীম  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে স্বাগত জানানো হলো, প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সমস্ত আম্বিয়ায়ে কিরামের ইমামতি করলেন, আজকের রাতেই নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সকল আসমানে পরিভ্রমন করে এর আশ্চর্য বিষয়াবলী অবলোকন করেন, আজকের রাতেই প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم প্রতিটি আসমানে আম্বিয়ায়ে কিরামের عَلَیْهِمُ السَّلَام সাথে সাক্ষাত করলেন, আজকের রাতেই নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সিদরাতুল মুনতাহায়ও গেলেন, এই স্থানে পৌঁছেই জিব্রাঈল আমিন
عَلَیْہِ السَّلَام সামনে অগ্রসর হতে অপারগতা প্রকাশ করে নিলেন, আজকের রাতেই প্রিয় নবী