Book Name:Aaqa Ka Safar e Meraj

তৈরী হয়েছে এবং নিজের খেদমত বিভিন্ন বিভাগে প্রদান করে দ্বীন ইসলামের উন্নতিতে নিজের অংশ অর্ন্তভূক্ত করে যাচ্ছে

    আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামী অধীনে দেশ বিদেশে ইসলামী ভাই এবং ইসলামী বোনদের ফি-সাবিলিল্লাহ বিশুদ্ধ মাখারিজ সহকারে কুরআনে করীমের তিলাওয়াত শিখানোর জন্য প্রাপ্তবয়স্কদের মাদরাসাতুল মদীনা এবং প্রাপ্তবয়স্কাদের মাদরাসাতুল মদীনা আর শিশুদেরকে হিফয নাজেরার শিক্ষা দেয়ার জন্য মাদরাসাতুল মদীনা বয়েজ এবং মাদরাসাতুল মদীনা গার্লস প্রতিষ্ঠিত রয়েছে, যেসকল স্থানে কুরআনে করীম পড়ানোর ওস্তাদ সহজে পাওয়া যায়না সেখানে মাদরাসাতুল মদীনা অনলাইনও শুরু করা হয়েছে

    আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামী দ্বীনি কাজের জন্য যাকাত, সদকা এবং মাদানী তহবিল দেয়ার পাশাপাশি নিজের আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধবদের একক প্রচেষ্টা করে তাদেরও আল্লাহ পথে খরচ করার ফযীলত জানিয়ে মাদানী তহবিল জমা করুন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

    প্রিয় ইসলামী ভাইয়েরা! মেরাজের রাতে নবী করীম, রউফুর রহিম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যেমনিভাবে জান্নাতে অনুগত বান্দাদের উপর প্রদত্ত আল্লাহ পাকে নেয়ামত সমূহ দেখেছেন, তেমনিভাবে অবাধ্যদের প্রতি বিভিন্ন ধরনের যন্ত্রণাদায়ক আযাবও প্রত্যক্ষ করেছেন

 

মানুষের গীবত ও দোষত্রুটি অন্বেষণকারীদের যন্ত্রণাদায়ক পরিণাম

    প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এমন কিছু লোকের পাশ দিয়ে গমন করেন, যাদের প্রতি কিছু লোক নিয়োজিত ছিলো, এরমধ্যে অনেকে সেই লোকদের চোয়াল খুলে রেখেছিলো এবং অনেকে তাদের মাংস কাটতো আর রক্তসহ তাদের মুখে পুরে দিতো প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم জিজ্ঞাসা করলেন: হে জিব্রাঈল! এরা কারা? আরয করলেন: এরা মানুষের গীবত করতো তাদের দোষ-ত্রুটি খুঁজতো (মুসনাদুল হারিস, কিতাবুল ঈমান, /১৭২, হাদীস ২৭)