Book Name:Aaqa Ka Safar e Meraj

করেন আসুন! শ্রবন করি যে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সেখানে কি কি পরিদর্শন করেছেন

আলিশান জান্নাতী প্রাসাদ

    হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, একবার আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ! আমাকেও বলুন, মে’রাজের রাতে আপনি জান্নাতে কি দেখেছেন? রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: হে ইবনে খাত্তাব! যদি আমি তোমাদের মাঝে ততদিন থাকি যতদিন হযরত নূহ عَلَیْہِ السَّلَام তাঁর সম্প্রদায়ের মাঝে ছিলেন অতঃপর সেই জান্নাতী ঘটনাবলী ও সেখানে দেখা জিনিষ সম্পর্কে বলা হলেও তা শেষ হবে না। কিন্তু হে ওমর! যখন তুমি আমার কাছে এটা জিজ্ঞাসাই করে নিয়েছো যে, আমাকেও জান্নাত সম্পর্কে বলুন তবে আমি তোমাকে ঐ বিষয়টি বলবো, যা তোমাকে ছাড়া আর কাউকে বলিনি। (শুনো) আমি জান্নাতে একটি আলিশান প্রাসাদ (Palace) দেখেছি, যার চৌকাট জান্নাতী মাটির নিচে ছিলো ও তার উপরের অংশ আরশে মাঝামাঝি ছিলো। আমি জিব্রাঈল আমিন عَلَیْہِ السَّلَام কে জিজ্ঞাসা করলাম: হে জিব্রাঈল! তুমি কি এই আলিশান মহল সম্পর্কে জানো, যার চৌকাট জান্নাতী মাটির নিচে আর উপরের অংশ আরশের মাঝামাঝি? জিব্রাঈল আমিন عَلَیْہِ السَّلَام আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ! আমি জানি না। আমি আবারো জিজ্ঞাসা করলাম: হে জিব্রাঈল! এই প্রাসাদের আলো এমন, যেমন দুনিয়ায় সূর্যের আলো, চলো শুধু এটাই বলো যে, এখান পযর্ন্ত কে পৌঁছাবে এবং এখানে কে বসবাস করবে? তখন জিব্রাঈল আমিন عَلَیْہِ السَّلَام আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ! এই মহলে সেই থাকবে, যে শুধুমাত্র সত্যকথা বলবে, সত্যের উপদেশ দিবে, যখন তাকে কেউ সত্য কথা বলে, তখন সে রাগ করবে না এবং তার সত্যের উপরই ইন্তিকাল হবে। আমি জিজ্ঞাসা করলাম: হে জিব্রাঈল! তুমি কি তার নাম জানো? আরয করলেন: জি হ্যাঁ! ইয়া রাসূলাল্লাহ  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ! সে তো একজনই। আমি জিজ্ঞাসা করলাম: হে জিব্রাঈল! সেই একজন কে? আরয করলেন: হযরত ওমর বিন খাত্তাব (رَضِیَ اللهُ عَنْہُ)একথা শুনে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকে