Book Name:Aaqa Ka Safar e Meraj

প্রকাশের জন্যই ছিলো, যেমনটি দুলা (বর) ঘোড়ায় আরোহন করে, বরযাত্রী পায়ে হেঁটে আর ঘোড়া ধীরে ধীরে চলে থাকে, বুরাকের এই গতিও ধীরেই ছিলো (মিরাতুল মানাজিহ, /১৩৭ পৃষ্ঠা)

মে’রাজের সফরের মুবারক বাহন সমূহ

    ইমাম আলায়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: মেরাজের রাতে প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাহন ছিলো পাঁচটি: () (মক্কা থেকে) বায়তুল মুকাদ্দাস পর্যন্ত বুরাকে, () বায়তুল মুকাদ্দাস থেকে দুনিয়ার আসমান পর্যন্ত নূরের সিড়ি দিয়ে, () প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত ফিরিশতাগণের বাহুতে করে, () সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত হযরত জিব্রাঈল আমিন عَلَیْہِ السَّلَام এর বাহুতে করে এবং () সিদরাতুল মুনতাহা থেকে মকামে কাবা কাওসাঈন পর্যন্ত রফরফে করে (রুহুল মাআনী, ১৫তম পারা, আল আসরা, ১ম আয়াতের পাদটিকা, ১৫/১৪)

মে’রাজের সফরের বিভিন্ন ধাপ

    আল্লামা শেহাবুদ্দিন মাহমুদ বাগদাদী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: বায়তুল মুকাদ্দাস থেকে মকামে কাবা কাওসাঈন পর্যন্ত পৌঁছাতে নবীয়ে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ১০টি ধাপ অতিক্রম করেছেন: () প্রথম আসমান
(
) দ্বিতীয় আসমান () তৃতীয় আসমান () চতুর্থ আসমান () পঞ্চম আসমান () ষষ্ট আসমান () সপ্তম আসমান () সিদরাতুল মুনতাহা () মকামে মুসতাওয়া যেখানে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কুদরতের কলম চলার আওয়াজ শুনেছেন এবং (১০) আরশে আযীম

(রুহুল মাআনী, ১৫ পারা, আল আসরা, ১ম আয়াতের পাদটিকা, ১৫/১৫)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

জান্নাত পর্যবেক্ষণ

    প্রিয় ইসলামী ভাইয়েরা! রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যেমনটি আল্লাহ পাকের অন্যান্য অনেক বড় বড় নিদর্শন দেখেছেন, তেমনি এই মুবারক সফরের একটি বিশেষ বিষয় হলো যে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আল্লাহ পাকের এক আজিমুশ্মান নিদর্শন অর্থাৎ জান্নাত ও সেখানে বিদ্যমান নেয়ামত সমূহও নিজের মুবারক চোখ দ্বারা পরিদর্শন