Book Name:Aaqa Ka Safar e Meraj

আযম رَضِیَ اللهُ عَنْہُ এর মাঝে ভাবাবেগ সৃষ্টি হয়ে গেলো হযরত আব্দুল্লাহ বিন হাসান رَضِیَ اللهُ عَنْہُ বর্ণনা করেন: এই ঘটনার পর আমরা কখনো আমিরুল মুমিনিন হযরত ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ এর চেহারায় হাসি দেখিনি, এমনকি এই অবস্থায় হযরত ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ দুনিয়া থেকে বিদায় নিয়ে যান

(কানযুল উম্মাল, কিতাবুল ফাযায়িল, ১২তম অংশ, /২৬৪, হাদীস ৩৫৮৩৩)

স্বর্ণের প্রাসাদ

    হযরত আবু বুরাইদা رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, রাসূলে আকরাম, নূরে মুজাসসাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: (মেরাজের রাতে) যখন আমি জান্নাতে প্রবেশ করি তখন স্বর্ণ দ্বারা নির্মিত একটি অট্টালিকার পাশ দিয়ে অতিক্রম করি আমি জিজ্ঞাসা করলাম: “لِمَنْ هٰذَا الْقَصْرُ এই প্রাসাদটি কার? ফিরিশতারা আরয করলো: “لِرَجُلٍ مِّنَ الْعَرَبِ এটি একজন আরবী যুবকের আমি বললাম: “ اَنَا عَرَ بِیٌّ আমি আরবী ফিরিশতারা আরয করলেন: “لِرَجُلٍ مِنْ قُرَ يْشٍ এটি একজন কুরাইশি যুবকের আমি বললাম: “اَنَا قُرَشِيٌّ আমি কুরাইশি ফিরিশতারা আরয করলেন: “لِرَجُلٍ مِّنْ اُمَّۃِ مُحَمَّدٍ এটি উম্মতে মুহাম্মদীর একজন ব্যক্তির আমি বললাম: “اَنَا مُحَمَّدٌ মুহাম্মদ তো আমি ফিরিশতারা আরয করলেন: “لِعُمَرَ بْنِِ الْخَطَّابِ এই প্রাসাদ ওমর বিন খাত্তাব رَضِیَ اللهُ عَنْہُ এর প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: “فَاَرَدْتُ اَنْ اَدْخُلَهُ فَاَنْظُرَ اِلَيْهِ،فَذَكَرْتُ غَيْرَتَكَ তখন আমি চাইলাম যে, আমি সেই প্রাসাদে প্রবেশ করি, যেনো তা দেখতে পাই, কিন্তু আমার তোমার আত্মসম্মানবোধের বিষয়টি মনে পড়ে গেলো একথা শুনে ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ আরয করতে লাগলেন: “بِاَبِیْ وَاُمِّیْ  يَا رَسُولَ الله،اَعَلَیْکَ  اَغَارُ؟ ইয়া রাসূলাল্লাহ  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ! আমার মাতা-পিতা আপনার প্রতি উৎসর্গিত! আমি কি আপনার সাথেও আত্মসম্মানবোধ দেখাবো (বুখারী, কিতাবু ফাযায়িলে আসহাবুন নবী, /৫২৫, হাদীস ৩৬৭৯) (তিরমিযী, কিতাবুল মানাকিব, /৩৮৫, হাদীস ৩৭০৯)

হুরদের সালাম

     হযরত আনাস رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, প্রিয় নবী, রাসূলে আরবী
 صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  ইরশাদ করেন: মে’রাজের সফরের সময় আমি জান্নাতের “বায়দাখ” নামক স্থানে প্রবেশ করলাম, যেখানে মুক্তা, হীরা জহরত এবং লাল ইয়াকুতের (পদ্মরাগ মণি) তাবু রয়েছে। হুরেরা বললো: “السَّلَامُ عَلَیْكَ یَارَسُوْلَ الله অর্থাৎ হে আল্লাহরাসূল! আপনার প্রতি শান্তি বর্ষিত