Book Name:Aaqa Ka Safar e Meraj

মুবারকবাদ জ্ঞাপন করলেন, এমনকি নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এক আসমান থেকে আরেক আসমানের দিকে সফর করতেন এবং সেখানকার বিস্ময়গুলো অবলোকন করতে করতে সকল নৈকট্যশীল ফিরিশতাগণের শেষ গন্তব্য সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গেলেন এই স্থান অতিক্রম করার যেহেতু কোন নৈকট্যশীল ফিরিশতাগণেরও সুযোগ নেই, তাই হযরত জিব্রাঈল আমিন عَلَیْهِمُ السَّلَام একত্রে সামনে অগ্রসর হতে অপারগতা জানিয়ে সেখানেই রয়ে গেলেন, অতঃপর বিশেষ নৈকট্যময় স্থানে রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم উপস্থিত হলেন এবং সেই মহান নৈকট্যে পৌঁছলেন যে, যার কল্পনাও সৃষ্টির (মানুষের) চিন্তা ভাবনাও পৌঁছতে অক্ষম সেখানে রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি বিশেষ দয়া অনুগ্রহ এবং তিনি আল্লাহ নেয়ামত বিশেষ নেয়ামত দ্বারা ধন্য হলেন, জমিন আসমানের রাজত্ব (Kingship) আর তাঁর চেয়ে উত্তম মহান জ্ঞান অর্জন করেন উম্মতের জন্য নামায ফরয হলো, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কিছু গুনাহগারের জন্য শাফায়াত করলেন, জান্নাত দোযখ ভ্রমন করলেন এবং অতঃপর দুনিয়ায় নিজের স্থানে তাশরীফ নিয়ে এলেন  (সীরাতুল জিনান, /৪১৪-৪১৫)

 

আল্লাহর দয়া       মারহাবা     মেরাজের মহত্ব     মারহাবা

আকসার শওকত         মারহাবা     বুরাকের কিসমত         মারহাবা

বুরাকের দ্রুততা     মারহাবা     নবীগণের ইমামত         মারহাবা

প্রিয় নবীর মর্যাদা         মারহাবা     আসমানের পরিভ্রমন  মারহাবা

মকীনে লা-মকানের মহত্ব        মারহাবা

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

    হে আশিকানে রাসূল! আপনারা শুনলেন তো! নবীয়ে করীম, রঊফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মেরাজের সফর কিরূপ মহত্বপূর্ণ এবং দানে ভরপুর ছিলো, যাতে রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আল্লাহ পাকে অনেক মহান নিদর্শণ সমূহ পর্যবেক্ষণ করেছেন এটাও জানা গেলো, নবীয়ে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বক্ষ মুবারককে আজিমুশ্মান পানি অর্থাৎ যমযম শরীফ দ্বারা গোসল দিয়ে তাতে প্রজ্ঞায় পূর্ণ করে দেয়া হয়েছে কারো মনে এই মনোভাব সৃষ্টি হতে পারে যে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র শরীরকে গোসল দেয়া জন্য অন্যান্য পানির পরিবর্তে যমযম শরীফকে কেন নির্বাচন করা হয়েছে?