Shab e Barat Kese Guzarain

Book Name:Shab e Barat Kese Guzarain

তালিকায় আমরা গুনাহগারও যেন অন্তর্ভুক্ত হয়ে যায় আল্লাহ পাক আমাদের সকলকে মাগফিরাত করে দিক اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

শবে বরাতে করার মতো কিছু কাজ

    প্রসিদ্ধ মুফাসসিরে কুরআন, হাকীমুল উম্মাত মুফতী আহমদ ইয়ার খাঁন নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: শবে বরাত খুবই মুবারক রাত, * এই রাতে কবরস্থানে যাওয়া, সেখানে ফাতিহা পড়া সুন্নাত, * তদ্রুপ বুযুর্গানে দ্বীনের মাযারে উপস্থিত হওয়াও সাওয়াবের কাজ, * যদি সম্ভব হয় ১৪ ১৫ তারিখে রোযা রাখুন, * ১৫ তারিখে হালুয়া ইত্যাদি দিয়ে বুযুর্গানে দ্বীনের ফাতিহা পড়ে সদকা করুন * আর ১৫ তারিখের রাতে জাগ্রত থেকে সারা রাত নফল ইবাদত করুন, * আর এই রাতে প্রত্যেক মুসলমান এক অপরের কাছ থেকে নিজের দোষ যেন ক্ষমা করিয়ে নেয় কেননা বিদ্বেষ (অর্থাৎ অন্তরে শত্রুতা পোষনকারীদের) দোয়া কবুল হয় না, * যদি সারারাত জাগ্রত থাকা সম্ভব না হয়, তবে যতটুকু সম্ভব হয় ইবাদত করুন আর কবর যিয়ারত করুন, * যদি এই রাতে ৭টি বড়ই (কুল গাছের) পাতা পানির মধ্যে সিদ্ধ করে গোসল করেন, তবে اِنْ شَآءَ الله সারা বছর জাদুর প্রভাব থেকে সুরক্ষিত থাকবে (ইসলামি জিন্দেগী, ১৩৪ পৃষ্ঠা)

নিজ মৃত আত্মীয়স্বজনকে স্মরণ রাখুন!

    প্রিয় ইসলামী ভাইয়েরা! শবে বরাতে নিজের প্রিয়দেরকেও স্মরণ রাখুন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নিজের মৃত আত্মীয় স্বজনকে স্মরণ রাখা আর তাদের প্রতি কল্যাণ কামনা করার পদ্ধতি হচ্ছে: এই রহমত ও ক্ষমার রাতে ফাতিহা দিয়ে তাদের জন্য ঈসালে সাওয়াবের ব্যবস্থা করা। ইমাম জালালুদ্দীন সুয়ূতী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ