Shab e Barat Kese Guzarain

Book Name:Shab e Barat Kese Guzarain

বয়ান শুনার নিয়্যত

    প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস ১২৮৪)

    হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয় বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলম শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালিন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

    হে আশিকানে রাসুল! শাবানুল মুয়াযযাম নিজের বরকত ছড়াচ্ছে, আজ শবে বরাত অর্থাৎ নাজাতের রাত, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার রাত, * এটা খুব বরকতময় রাত, * সম্মানিত রাত, * এই রাতে আল্লাহ পাক নিজ বান্দাদের উপর বিশেষ অনুগ্রহ করেন * লক্ষ লক্ষ গুনাহগারদেরকে ক্ষমা করে দেন, * শবে বরাত হচ্ছে দোয়া কবুলের রাত, * শবে বরাত হচ্ছে রিযিক বন্টনের রাত, * এই রাতে রিযিকের বরকতের জন্য যে দোয়া চাওয়া হয় কবুল হয়

কল্যানের দরজা উন্মুক্ত হওয়ার রাত

    আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন, আল্লাহ পাক ৪ টি রাতে কল্যানের দরজা খুলে দেন: (১) কুরবানীর ঈদের রাত, (২) ঈদুল ফিতরের রাত, (৩) শাবানের ১৫ তম