Shab e Barat Kese Guzarain

Book Name:Shab e Barat Kese Guzarain

শবে বরাত ইবাদতের রাত

    প্রিয় ইসলামী ভাইয়েরা! শবে বরাত ইবাদতের রাত, আজকের রাতে অন্তরের পর্দা সরিয়ে আল্লাহ পাকের স্মরণে অতিবাহিত করার সৌভাগ্য পাওয়া যায় আল্লাহ পাকের সর্বশেষ নবী, রাসুলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ৫টি রাতকে জীবিত করেছে (রাত জেগে ইবাদতে অতিবাহিত করেছে) তার জন্য জান্নাত ওয়াজীব হয়ে যায় () তারভিয়াহ (অর্থাৎ যিলহজ্জ্বের রাত () আরাফা (অর্থাৎ যিলহজ্জ) এর রাত () ঈদুল আযহা (অর্থাৎ ১০ যিলহজ্ব) এর রাত () ঈদুল ফিতর আর () শাবানের ১৫ তারিখের রাত

(আত তারগীব ওয়াত তারহীব, ২য় খন্ড, ৯৮ পৃষ্ঠা, হাদীস: )

শবে বরাতে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কার্যাবলী

    হে আশিকানে রাসুল! শবে বরাত যখন আসে তখন আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কখনও ঘরে আর কখনও মসজিদে তশরীফ নিয়ে গিয়ে অধিকহারে ইবাদত করতেন। সকল মুসলমানের প্রিয় আম্মাজান হযরত বিবি আয়েশা সিদ্দীকা তৈয়্যবা তাহেরা رَضِیَ اللهُ عَنْہَا বলেন: একবার হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নামায আদায় করার জন্য দাঁড়ালেন, হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এতো লম্বা সিজদা করলেন: আমার ধারনা হয়েছে যে, সিজদা অবস্থায় যেন তাঁর রুহ কবজ করে নেওয়া হয়েছে। এমন ধারনা আসতেই আমি উঠলাম আর তাঁর বৃদ্ধাঙ্গলি হাত লাগিয়ে দেখলাম তখন নড়াচড়া অনুভব হলে প্রশান্ত হয়ে গেলাম। নামায থেকে পৃথক হওয়ার পর প্রিয় নবী, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: হে আয়েশা! জানো এটা কোন রাত? আমি আরয করলাম: আল্লাহ পাক ও তাঁর রাসুল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ভালো জানেন। ইরশাদ করলেন: এটা শাবানের ১৫ তারিখের রাত, এই রাতে আল্লাহ পাক নিজ বান্দাদের উপর রহমতের দৃষ্টি