Shab e Barat Kese Guzarain

Book Name:Shab e Barat Kese Guzarain

দিয়ে থাকেন, ক্ষমা প্রার্থনাকারীদেরকে ক্ষমা করে দেন আর দয়া প্রার্থীদের উপর দয়া করেন

(শুয়াবুল ঈমান, ৩য় খন্ড, ৩৮২-৩৮৩ পৃষ্ঠা, হাদীস: ৩৮৩৫)

    এমনিভাবে একবার শবে বরাত আসলে তখন আল্লাহ পাকের সর্বশেষ নবী, হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সারারাত নামায পড়তে থাকেন, এমনকি সকাল হয়ে গেলো উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দীকা رَضِیَ اللهُ عَنْہَا বলেন: সারারাত নামায পড়ার কারণে হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মুবারক পা ফুলে গিয়েছিলো, সুতরাং আমি হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পা মুবারক টিপে দেওয়ার সৌভাগ্য অর্জন করলাম

(দাওয়াতে কুবরা লিল বায়হাকি, ২য় খন্ড, ১৪৫ পৃষ্ঠা, হাদীস: ৩৫০)

    কখনও এমনও হতো যে, হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم শবে বরাতে কবরস্থানে তাশরীফ নিয়ে যেতেন আর নিজের উম্মতের জন্য দোয়া করতেন হাদীসে পাকের মধ্যে রয়েছে একবার প্রিয় নবী, রাসুলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم শবে বরাতে জান্নাতুল বাক্বীতে তাশরীফ নিয়ে গেলেন আর সেখানে মুসলমান পুরুষ, নারী আর শহীদদের জন্য মাগফিরাতের দোয়া করেন (শুয়াবুল ঈমান, ৩য় খন্ড, ৩৮৪ পৃষ্ঠা, হাদীস: ৩৮৩৭)

শবে বরাতে রাসুলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রিয় নাতীর আমল

    প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নাতী ইমাম হাসান মুজতবা رَضِیَ اللهُ عَنْہُ এর আমল মুবারক ছিলো: তিনি শবে বরাতকে তিনটি অংশে বিভক্ত করতেন, রাতের প্রথম অংশ নিজের নানাজান, রহমতে দোজাহান, হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উপর দরূদ পড়তেন, অন্য অংশে ইস্তিগফার করতেন (অর্থাৎ আল্লাহ পাকের দরবারে ক্ষমা প্রার্থনা করতেন) আর তৃতীয় অংশে নফল নামায পড়তেন