Shab e Barat Kese Guzarain

Book Name:Shab e Barat Kese Guzarain

আজ রাতে অনেক লোকের জীবনের ফয়সালা হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে নেকীর জীবন দান করুন আল্লাহ পাক আমাদেরকে নেকীপূর্ণ দীর্ঘ জীবন দান করুক নিয়ত করুন: اِنْ شَآءَ الله যত জীবন আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন সেটাকে নেকীর মধ্যে অতিবাহিত করবো আল্লাহ পাক আমাদেরকে তাওফীক দান করুক اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

১৫ই শাবানের রোযা রাখুন

    মুসলমানদের চতুর্থ খলীফা আমীরুল মুমিনীন মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, নবী করীম, রাঊফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যখন ১৫ শাবানের রাত আসে তখন তাকে কিয়াম (তথা ইবাদত করো) আর দিনে রোযা রাখো (ইবনে মাজাহ, প্রথম অংশ, ৫২ পৃষ্ঠা)

 

জাহান্নাম থেকে মুক্তির সনদ

    আমীরুল মুমিনীন হযরত ওমর বিন আব্দুল আযীয رَحْمَۃُ اللهِ عَلَیْہِ একবার শাবানুল মুয়াযযামের ১৫ তারিখের রাত অর্থাৎ শবে বরাতে ইবাদতে মশগুল ছিলেন মাথা উঠাতেই দেখলেন যে, একটা সবুজ চিরকুট পাওয়া গেলো, যার নুর আসমান পর্যন্ত প্রসারিত ছিলো, তাতে লেখা ছিলো: هٰذہٖ بَرَاءَۃٌ مِّنَ النَّارِ مِنَ الْمَلِکِ الْعَزِیْزِ لِعَبْدِہٖ عُمَرَ بْنِ عَبْدِالْعَزِیْز অর্থাৎ পরাক্রমশালী আল্লাহ পাকের পক্ষ থেকে এটা জাহান্নামের আগুন থেকে মুক্তির সনদ যা তার বান্দা ওমর বিন আব্দুল আযীযকে প্রদান করা হয়েছে (তাফসীরে রুহুল বয়ান, ৮ম খন্ড, ৪০২ পৃষ্ঠা)

    سُبْحَانَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! এই ঘটনার মধ্যে যেখানে আমীরুল মুমিনীন হযরত ওমর বিন আব্দুল আযীয رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মহত্ব ও মর্যাদা প্রকাশ পায় সেখানে শবে বরাতের সম্মান ও মর্যাদারও প্রকাশ রয়েছে। হায়! আমাদেরও যেন শবে বরাতে খুব ইবাদত করার তাওফীক হয় আর এই রাতে ক্ষমাপ্রাপ্তদের