Shab e Barat Kese Guzarain

Book Name:Shab e Barat Kese Guzarain

    অনুবাদ: হে আল্লাহ পাক! আমি তোমার আযাব থেকে তোমার ক্ষমা, তোমার অসন্তুষ্টি থেকে তোমার সন্তুষ্টি আর তোমার কাছে তোমার আশ্রয় চাচ্ছি (হে দয়ালু আল্লাহ পাক!) তোমার প্রশংসা সুউচ্চ, আমি তোমার প্রশংসার হক আদায় করতে পারবো না, তোমার প্রকৃত মর্যাদা সেটাই যা তুমি নিজেই বর্ণনা করেছো

    এরপর রাতের চতুর্থ প্রহরে হযরত জিবরাঈল আমীন عَلَیْہِ السَّلَام পুনরায় হাজির হয়ে আরয করলেন: ইয়া রাসুলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! নিজের মাথা মুবারক আসমানের দিকে উত্তোলন করুন! প্রিয় নবী, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মাথা মুবারক আসমানের দিকে উত্তোলন করলে দেখেন: রহমতের দরজা খোলা রয়েছে, প্রত্যেক দরজার উপর একজন ফেরেশতা ঘোষণা করছে, * প্রথম দরজার ফেরেশতা আহবান করছে: এই রাতে ইবাদতকারীকে মুবারকবাদ, * দ্বিতীয় দরজার ফেরেশতা ঘোষণা করছিলো: মুবারকবাদ হোক তাকে যে এই রাতে সিজদা করে, * তৃতীয় দরজার ফেরেশতা বলছিলো: এই রাতে রুকুকারীদেরকে মুবারকবাদ, * চতুর্থ দরজার ফেরেশতা আহবান করছিলো: এই রাতে নিজের প্রতিপালককে আহবানকারীর জন্য মুবারকবাদ হোক, * পঞ্চম দরজার ফেরেশতা এইভাবে আহবান করছিলো: মুবারক হোক তাকে, যে এই রাতে নিজের প্রতিপালকের কাছে মুনাজাত করার মধ্যে ব্যস্ত রয়েছে। * ৬ষ্ঠ দরজার ফেরেশতা ঘোষণা করছিলো: এই রাতে মুসলমানদেরকে মুবারক হোক, * ৭ম দরজার ফেরেশতা বলছিলো: আল্লাহ পাককে একক মান্যকারীদের মুবারক হোক। * ৮ম দরজায় ফেরেশতা এভাবে