Shab e Barat Kese Guzarain

Book Name:Shab e Barat Kese Guzarain

অবাধ্যতাকারী এবং মদ্যপায়ীদের দিকে রহমতে দৃষ্টি দেননা (শুয়াবুল ঈমান, /৩৭৪, হাদীস ৩৮৩৭)

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের উচিৎ, * পিতামাতাকে কষ্ট দেয়া থেকে বিরত থাকা, * অপর ইসলামী ভাইদের শত্রুতা নিজের মন থেকে বের করে দেয়া, * অহঙ্কার থেকে সর্বদা বাঁচার চেষ্টা করা, * দুনিয়ার রঙ তামাশা থেকে মুখ ফিরিয়ে নেয়া, * গুনাহের সম্পর্ক ছিন্ন করা, * আল্লাহ পাকের অবাধ্যতা করা থেকে বিরত থাকা, * নামায কাযা করা ছেড়ে দেয়া, * যে সকল নামায ছুটে গেছে, তা কাযা আদায় করা, * যাদের মনে কষ্ট দিয়েছি তাদের কাছ থেকেও ক্ষমা চাওয়া,
* যাদের অসম্মান করেছি, তাদের কাছ থেকে ক্ষমা চাওয়া, * যাদের সাথে খারাপ ব্যবহার করেছি, তাদের কাছ থেকে ক্ষমা চাওয়া, * যাদের হক ক্ষুন্ন করেছি, তাদের কাছ থেকে হক ক্ষমা চাওয়া, * যদি কারো সম্পদ আত্মসাৎ করে থাকি তবে তার ক্ষতিপূরণ দেয়া এবং ক্ষমা চাওয়া, * যত মিথ্যা বলেছি, তা থেকে তাওবা করা, * বিনা কারণে কারো গীবত ও চুগলী করে মনে কষ্ট দিলে তাদের কাছ থেকে ক্ষমা চাওয়া,
* যাদেরকে জেনেশুনে কষ্ট দিয়েছি, তাদের কাছ থেকে ক্ষমা চাওয়া, মোটকথা নিজের সকল গুনাহ থেকে তাওবা করা। এমন যেনো না হয় যে, এই তাওবা কবুলের রাতও অতিবাহিত হয়ে গেলো আর আমরা আমাদের মাগফিরাত করাতে পারলাম না এবং আপন দয়ালু প্রতিপালককে সন্তুষ্ট করতে পারলাম না, অতএব আজই তাওবা করে নিন। কেননা আমাদের প্রতিপালক