Shab e Barat Kese Guzarain

Book Name:Shab e Barat Kese Guzarain

রাত, এই রাতে মৃত ব্যক্তিদের নাম, মানুষের রিযিক আর হজ্ব সম্পাদনকারীদের নাম লিখে দেন, () আরাফা (অর্থাৎ যিলহজ্ব) এর রাত

(তাফসীরে দুররে মানসুর, সূরা দূখান, আয়াত -, ৭ম খন্ড, ৪০২ পৃষ্ঠা)

ক্ষমা ও মাগফিরাতের রাত

    শুয়াবুল ঈমানে রয়েছে: আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: ১৫ই শাবানের রাতে (অর্থাৎ শবে বরাতের রাত) একজন আহবানকারী আহবান করে, * আছে কেউ ক্ষমা প্রার্থনাকারী, তাকে ক্ষমা করা হবে * আছে কেউ প্রার্থনাকারী, তাকে দান করা হবে, সুতরাং ব্যভিচারী নারী আর মুশরিক ব্যতিত যে বান্দা যেই উদ্দেশ্যে প্রার্থনা করবে তার উদ্দেশ্য পূরণ করা হবে (শুয়াবুল ঈমান, ৩য় খন্ড, ৩৮৩ পৃষ্ঠা, হাদীস: ৩৮৩৬)

শবে বরাত নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পরিদর্শন

    ইবনে আসাকিরের মধ্যে রয়েছে: একবার শবে বরাতে ফেরেশতাগণের সরদার হযরত জিবরাঈল আমীন عَلَیْہِ السَّلَام রাসুলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে হাজির হয়ে আরয করলেন: ইয়া রাসুলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! উঠুন, নামায আদায় করুন, এটা সেই রাত যেটাতে রহমতের ৩০০ দরজা খুলে দেয়া হয় এই রাতে আল্লাহ পাকের সাথে অংশীদার সাব্যস্তকারী, পরস্পর বিদ্বেষ পোষনকারী (অর্থাৎ অন্তরে শত্রুতা পোষনকারী), মদ্যপায়ী আর ব্যভিচারী ব্যতিত সবাইকে ক্ষমা করে দেয়া হয়

    এমনকি প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم জান্নাতুল বাক্বী (অর্থাৎ মদীনা মুনাওয়ারার কবরস্থানে) তাশরীফ নিয়ে গেলেন আর মাথা মুবারক সিজদায় রেখে দোয়া করলেন:

اَعُوْذُ بِعَفْوِكَ مِنْ عِقَابِكَ وَاَعُوْذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ وَ اَعُوْذُبِكَ مِنْكَ جَلَّ ثَنَاءُكَ لَا اَبْلُغُ الثَّنَاءَ عَلَيْكَ اَنْتَ كَمَا اَثْنَيْتَ عَلٰى نَفْسِكَ