Shab e Barat Kese Guzarain

Book Name:Shab e Barat Kese Guzarain

তাওবার উপকারীতা

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আসলেই সত্যিকার তাওবার অসংখ্য উপকারীতা রয়েছে, * সত্যিকার তাওবা আল্লাহ পাকের পক্ষ থেকে প্রদত্ত অনেক বড় একটি নেয়ামত, * গুনাহকে ধোয়ার পানি * আল্লাহ পাকের নৈকট্য লাভের মাধ্যমে * আল্লাহর রহমত অবর্তীণের উপায় * গুনাহ থেকে পবিত্র করে দেয় * জাহান্নাম থেকে বাঁচায়
* আল্লাহর গযব থেকে নিরাপত্তা প্রদান করে * দুনিয়ার দুঃখ কষ্টও দূর করে দেয় * আখিরাতের বিপদকেও নির্মূল করে দেয় * মানুষের বাতিনকে পরিশুদ্ধ করে দেয় * সত্যিকার তাওবাকারী আল্লাহ পাকের পছন্দনীয় * তার জন্য ফিরিশতাগণও ইস্তিগফার করতে থাকে মোটকথা! সত্যিকার তাওবা দুনিয়া আখিরাতের অসংখ্য উপকারীতার উপলক্ষ্য

তাওবার পদ্ধতি

    মনে রাখবেন! আমাদের এখানে তাওবাকে অনেক হালকাভাবে নেয়া হয়, * কিছু লোক নিজের মুখের উপর হালকা চড় মেরে বলে দেয় যে, তাওবা তাওবা, * কেউ নাক আর কানে হাত লাগায়, * কিছু লোক নিজের জিহবা দাঁতের নিচে রেখে দু-চারবার তাওবা তাওবা বলে দেয়, এটা তাওবা নয়, সত্যিকার তাওবার তিনটি রুকন রয়েছে: (১) গুনাহের প্রতি এজন্য লজ্জিত হওয়া যে, তা হচ্ছে আল্লাহ পাকের নাফরমানি উদাহরণস্বরূপ কেউ সুদের ব্যবসা করলো, এখন সুদ লেনদেনের ক্ষেত্রে লজ্জার অনেক কারণ থাকতে পারে, কারও সুদের লেনদেনের ক্ষেত্রে ক্ষতি হয়ে গেলো, এজন্য লজ্জিত হচ্ছে, সুদের লেনদেনের