Shab e Barat Kese Guzarain

Book Name:Shab e Barat Kese Guzarain

    তাকে জিজ্ঞাসা করা হলো: এমন যারা করে তাদের জন্য কি সাওয়াব রয়েছে? বললেন: আমি আমার পিতা (অর্থাৎ মুসলমানদের চতুর্থ খলীফা মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ এর কাছ থেকে শুনেছি যে, নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: যে শাবানের ১৫ তারিখকে জীবিত করে (অর্থাৎ এই রাত ইবাদতে অতিবাহিত করে) সে আল্লাহ পাকের নৈকট্যতম বান্দার তালিকাভুক্ত হয় (আল কাউলুল বদি, ২০৯ পৃষ্ঠা)

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা শুনেছি আমাদের জন্য ক্ষমা প্রার্থনাকারি নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم শবে বরাতে খুব ইবাদত করতেন হায় আফসোস! আমাদের অবস্থা বড়ই করুণ আমরা এই রাতে উদাসীনতার নিদ্রায় অথবা অহেতুক কাজের মধ্যে অতিবাহিত করে দিই কিছু লোক গুনাহপূর্ণ কাজের মধ্যে ব্যস্ত থেকে নাজাতের এই রাতে আল্লাহ পাক রাসুলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নাফরমানিতে অতিবাহিত করে দেয়

গুনাহ করাটা আল্লাহ পাকের সাথে যুদ্ধ করার নামান্তর

    আল্লাহ পাক আমাদের সবাইকে গুনাহ থেকে সুরক্ষিত রাখুন, একনিষ্টতার সাথে মন লাগিয়ে অধিকহারে ইবাদতকারী বানিয়ে দিক বিশ্বাস করুন! আল্লাহ রাসুলের অবাধ্যতা দুনিয়া আখিরাতে লাঞ্চনার কারণ হযরত ইমাম হাসান বাসরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলতেন: হে আদম সন্তান! তোমাদের ধ্বংস হোক তোমরা কি আল্লাহ পাকের সাথে মোকাবিলা করতে চাও? হ্যাঁ, হ্যাঁ, যে আল্লাহ পাকের অবাধ্যতা করলো, সে যেন আল্লাহ পাকের সাথে যুদ্ধ করলো (উয়ূনুল হিকায়াত, ৫২ পৃষ্ঠা)

    প্রিয় ইসলামী ভাইয়েরা! মৃত্যু প্রতি মুহূর্তে কাছে আসছে, যদিও আজ শবে বরাত কিন্তু জীবনের কি ভরসা, জানি না আমরা কালকের সূর্য দেখার ক্ষেত্রে সফল হতে পারবো কি না?