Shab e Barat Kese Guzarain

Book Name:Shab e Barat Kese Guzarain

    প্রিয় ইসলামী ভাইয়েরা! উদাসীনতার ঘুম থেকে জাগ্রত হোন * আমাদের নিজেদের ঘোষণা হওয়ার পূর্বেই * লোকেরা আমাদেরকে কাঁধে উঠিয়ে অন্ধকার কবরে দাফন করার জন্য যাওয়ার পূর্বেই * মরহুম বলে ডাকার পূর্বেই * জানাযার নামাযের অপেক্ষা করার পূর্বেই * আমরাও অন্তিম মুহুর্তের যন্ত্রণাদায়ক অবস্থায় লিপ্ত হওয়ার পূর্বেই * রূহ বের হওয়ার কষ্টে আমাদের শরীর অবশ হয়ে যাওয়ার পূর্বেই * মৃত্যুর ফিরিশতা ঘিরে নেয়ার পূর্বেই * হতাশার আফসোস আমাদেরকে ঘিরে নেয়ার পূর্বেই * তাওবার দরজা বন্ধ হওয়ার পূর্বেই আল্লাহ পাককে সন্তুষ্ট করে নিন, তাঁর দরবারে অশ্রু বর্ষন করুন, কেঁদে কেঁদে নিজের গুনাহের ক্ষমা প্রার্থনা করুন এবং তাঁর দরবারে সত্যিকার তাওবা করে নিন কেননা তিনি তাওবাকারীর সকল গুনাহ ক্ষমা করে দেন, জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেন এবং তাওবাকারীকে অনেক ভালবাসেন

    ২য় পারা সূরা বাকারার ২২২ নং আয়াতে ইরশাদ হচ্ছে:

اِنَّ اللّٰہَ یُحِبُّ التَّوَّابِیۡنَ

(পারা , সূরা বাকারা, আয়াত ২২২)

কানযুল ঈমান থেকে অনুবাদ: নিশ্চয় আল্লাহ অধিক তাওবাকারীকে পছন্দ করেন

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন তো! আল্লাহ পাক তাওবাকারীকে ভালবাসেন, আমরা দিনে রাতে তাঁর অবাধ্যতা করি কিন্তু তিনি শাস্তি দেয়াতে তাড়াহুড়ো করেন না, নিঃসন্দেহে এটা আল্লাহ পাকের দয়া ও অনুগ্রহ, অনুরূপভাবে এটাও তাঁর দয়া যে, গুনাহ করার পরও তিনি আমাদেরকে অপমানিত করেন না বরং আমাদের গুনাহকে গোপন রাখেন,