Shab e Barat Kese Guzarain

Book Name:Shab e Barat Kese Guzarain

বলেন: হযরত আব্দুল্লাহ বিন আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا থেকে বর্ণিত; ঈদুল ফিতর আর ঈদুল আযহার দিন, রজব মাসের প্রথম জুমা, শাবানের ১৫ তারিখের রাত আর জুমার রাতে মৃত ব্যক্তিদের রুহ নিজ ঘরের দরজায় দাঁড়িয়ে যায় আর বলে সদকা করে আমাদের উপর অনুগ্রহ করো যদিও রুটির একটি টুকরো হয় যদি তারা কোনো কিছু না পায় (অর্থাৎ তাদের ঈসালে সাওয়াবের জন্য কোনো কিছু সদকা না করে তাহলে আফসোসের সাথে ফিরে যায় (দুররুল হাসান, ৩৩ পৃষ্ঠা)

    প্রিয় ইসলামী ভাইয়েরা! শবে বরাত সৌভাগ্যবান বান্দাদের জাহান্নাম থেকে মুক্তি নসীব হওয়া এবং অনেক ফযীলত মহত্বপূর্ণ রাত, অতএব কোন অবস্থাতেই তা উদাসীনতায় অতিবাহিত করবেন না, কেননা এই রাতে আল্লাহ পাক বনী কলবের ছাগল পালের পশমের চেয়েও বেশি সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন কিতাবে রয়েছে: বনী কালব গোত্র আরব গোত্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি ছাগল পালন করতো

    মনে রাখবেন! কিছু দূর্ভাগা এই রাতেও আল্লাহর রহমত থেকে বঞ্চিত গুনাহে লিপ্ত থাকে তাছাড়া মাগফিরাতের মতো মহান নেয়ামত থেকে বঞ্চিত থাকে যেমনটি

ক্ষমা থেকে বঞ্চিত লোক

    প্রিয় নবী, রাসূলে আবরী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: আমার নিকট জিব্রাঈল আমীন আসলো আর আরয করলো: এটি শা’বানের ১৫তম রাত, এতে আল্লাহ পাক জাহান্নাম থেকে এতো মানুষকে মুক্তি দেন যে, যতগুলো বনী কলবের ছাগলের পশম রয়েছে, কিন্তু শত্রুতা পোষণকারী, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, (অহঙ্কারের কারণে) কাপড় ঝুলিয়ে পরিধানকারী, পিতামাতার