Book Name:Ramzan Kaise Guzare
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! এবার শুনি যে, এই মুবারক মাস আল্লাহ পাকের দরবারে কিরূপ পছন্দণীয় মাস এবং গুনাহসমূহের ক্ষমার মাধ্যম হওয়াতে এই মুবারক মাসের কিরূপ ভূমিকা রয়েছে,
প্রসিদ্ধ ও মহান আলিম এবং ইলমে হাদীসের অভিজ্ঞ আল্লামা ইবনে জাওযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: বার (১২) মাসের উদাহরণ হযরত ইয়াকুব عَلَیْہِ السَّلَام ’র ১২জন সন্তানের ন্যায়, যেমনিভাবে হযরত ইয়াকুব عَلَیْہِ السَّلَام ’র হযরত ইউসুফ عَلَیْہِ السَّلَام সবচেয়ে বেশি পছন্দনীয় ছিলো তেমনিভাবে রমযান মাস আল্লাহ পাকের নিকট অন্যান্য মাসের চেয়ে বেশি পছন্দনীয়, এই পবিত্র মাসের মর্যাদা ও সম্মান অন্যান্য মাসের তুলনায় আল্লাহ পাকের দরবারে অনেক বেশি, যেমনিভাবে আল্লাহ পাক হযরত ইউসুফ عَلَیْہِ السَّلَام ’র দোয়ার বরকতে তাঁর ভাইদের গুনাহ ক্ষমা করে দিয়েছেন, তেমনিভাবে আল্লাহ পাক রমযানের বরকতে এগারো মাসের গুনাহ ক্ষমা করে দেন। (বুস্তানুল ওয়াজিন, ২১০ পৃষ্ঠা)
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের উচিৎ, এই মাসকে অধিকহারে সম্মান করা এবং নেকী করে নিজের মাগফিরাতের উপলক্ষ্য করা আর অপর ইসলামী ভাইদের এই মুবারক মাসের মুবারকবাদ প্রদান করা, নিজেও এই পবিত্র মাসে ইবাদত করুন এবং অপর ইসলামী ভাইদেরও এই মাসের গুরুত্ব, এর ফযীলত এবং এর বরকত সম্পর্কে অবহিত করে তাদেরও নেকী করার মানসিকতা দিতে থাকুন। আমাদের প্রিয় নবী, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم রমযানের আগমনে নিজেও এই বরকতময় মাসকে স্বাগত জানাতেন এবং নিজের সাহাবায়ে কিরামের عَلَیْہِمُ الرِّضْوَان সামনেও এই মুবারক মাসের শান ও মহত্ব, ফযীলত ও বরকত এবং অন্যান্য সুন্দর গুণাবলী বর্ণনা করতেন, এর গুরুত্ব