Ramzan Kaise Guzare

Book Name:Ramzan Kaise Guzare

    হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয় বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলম শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালিন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

     প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাকের লক্ষ লক্ষ কোটি কোটি দয়া যে, আরো একবার আমাদের রমযানুল মুবারকের বরকতময় পরিবেশ নসীব হতে যাচ্ছে, খুবই দ্রুত রমযানুল মুবারকের সুন্দর মাস রহমত, মাগফিরাত আমাদের জন্য অসংখ্য এমন বরকত নিয়ে আমাদের মাঝে আগমন করছে, যা সম্পর্কে আমরা অনুমানও করতে পারি না, যেমনটি হাদীসে পাকে রয়েছে: যদি লোকেরা জানতো যে, রমযানে কি রয়েছে, তবে আমার উম্মত আকাঙ্ক্ষা করতো যে, যদি সারা বছর রোযাই হতো

(ইবনে খুযাইমা, কিতাবুস সিয়াম, /১৯০, হাদীস: ১৮৮৬)

    اِنْ شَآءَ الله আজ দাওয়াতে ইসলামীর এই সাপ্তাহিক ইজতিমায় আমরা এই বিষয়ে বয়ান শুনার সৌভাগ্য অর্জন করবো যে, রমযানুল মুবারকের কিরূপ মহত্ব ফযীলত রয়েছে এবং এর গুরুত্ব কেমন অধিক আর আমাদের রমযানুল মুবারকের পবিত্র সম্মানিত মাস কিভাবে অতিবাহিত করা উচিৎ, এছাড়াও অসংখ্য উপকারী দিক নির্দেশনা বর্ণনা করা হবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সম্পূর্ণ বয়ান শুনার নিয়্যত করে নিন