Ramzan Kaise Guzare

Book Name:Ramzan Kaise Guzare

নিচে বিদ্যমান সকল জিনিসের চেয়ে উত্তম (মুসনাদুল ফিরদাউস, /২৫৯, হাদীস: ৮১২২)

    মনে রাখবেন! রমযান মাস কুরআন অবতীর্ণেরও মাস যদি আমরা এই মুবারক মাসেও কুরআন তিলাওয়াত করতে না পারি, তবে তা কত বড় বঞ্চনা, অথচ এই মুবারক মাসে নফলের সাওয়াব ফরযের সমান এবং ফরযের সাওয়াব ৭০ গুণ বাড়িয়ে দেয়া হয় অতএব এই মূল্যবান মুহুর্ত থেকে উপকারীতা অর্জন করে বিশেষকরে কুরআন অবতীর্ণের মাসে অধিকহারে কুরআন তিলাওয়াতের সৌভাগ্য অর্জন করুন এবং প্রতিদিন একটি সময় নির্ধারণ করে নিন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

তাফসীর শুনা ও শুনানোর হালকা

    প্রিয় ইসলামী ভাইয়েরা! রমযানুল মুবারকে তিলাওয়াতের অভ্যাস হয়েই যায় অনেক লোক রমযানুল মুবারকে একের চেয়েও অধিক কুরআনে পাক খতম করে থাকে এটি অবশ্যই সৌভাগ্যের ব্যাপার। কিন্তু এর চেয়েও উত্তম এটাও যে কুরআনে করীমকে বুঝে পাঠ করা, اَلْحَمْدُ لله! মাকতাবাতুল মদীনার খুবই চমৎকার তাফসীর তথা সিরাতুল জিনান” প্রকাশিত হয়েছে যেটা খুবই সহজ রমযানুল মুবারকে আমাদের উচিত কুরআনে পাকের তাফসীরের পাশাপাশি বুঝে পাঠ করা, কুরআনে পাক বুঝে পাঠ করতে এবং রমযানুল মুবারক নেকীর মধ্যে অতিবাহিত করার জন্য দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত থাকুন এবং যেলী হালকার ১২ দ্বীনি কাজের মধ্যে অংশগ্রহন করুন। যেলী হালকার ১২ দ্বীনি কাজের মধ্য হতে একটি কাজ হলো তাফসীর শুনার ও শুনানোর হালকা” যার মধ্যে প্রতিদিন ৩ আয়াত কুরআনে পাকের তিলাওয়াত সাথে কানযুল ঈমানের অনুবাদ ও তাফসীরে খাযাইনুল ইরফান/ তাফসীরে সিরাতুল জিনান, ফয়যানে সুন্নাতের দরস (৪ পৃষ্ঠা) এবং শাজারায়ে