Ramzan Kaise Guzare

Book Name:Ramzan Kaise Guzare

তিলাওয়াত করতেন, কিছু মনিষী প্রতিদিন কুরআনে করীম খতম করতেন আবার কতিপয় মনিষী দুই দিনে, তিন দিনে কুরআন খতম করতেন, সারাদিন রোযা অবস্থায় পরিশ্রম কষ্ট করতেন এবং রাতে নফল আদায় করে অতিবাহিত করতেন আর পুরো মাস আরাম করতেন না বরং আমাদের গাউসে পাক শায়খ আব্দুল কাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ অধিকহারে ইবাদতের অবস্থা তো এমন ছিলো যে, শুধু রমযান মাসই নয় বরং সারা বছরই ইবাদত বন্দেগি এবং নফল তিলাওয়াতে মশগুল থাকতেন, তিনি লাগাতার পনের (১৫) বছর পর্যন্ত প্রতিরাতে একটি কুরআনে পাক খতম করতেন (বাহজাতুল আসরার, ১১৮ পৃষ্ঠা) এর প্রতিদিন এক হাজার (১০০০) রাকাত নফল নামায আদায় করতেন (গাউসে পাককে হালাত, ৩২ পৃষ্ঠা) হায়! বুযুর্গানে দ্বীনগণের এই সকল ঘটনাবলী থেকে যদি আমরা শিক্ষা অর্জন করাতে সফল হয়ে যেতাম, তাঁদের ইবাদতের আগ্রহ এবং তিলাওয়াতের প্রেরণা থেকে আমরাও কিছু অংশ পেয়ে যেতাম আর আমারাও যদি আপন প্রিয় আল্লাহ পাকের ইবাদত বিশুদ্ধ কায়দা মাখরাজ সহকারে কুরআনে পাকের তিলাওয়াতকারী হয়ে যেতাম

 

মাদরাসাতুল মদীনা বিভাগ (প্রাপ্তবয়স্ক/ প্রাপ্তবয়স্কা)

    اَلْحَمْدُ لِلّٰه দাওয়াতে ইসলামী দ্বীনের খিদমতে ৮০টি বিভাগে দ্বীনি কাজ করে যাচ্ছে, এর মধ্যে একটি হলো মাদরাসাতুল মদীনা বিভাগ (প্রাপ্তবয়স্ক/ প্রাপ্তবয়স্কা) اَلْحَمْدُ لِلّٰه মাদরাসাতুল মদীনা বিভাগে (প্রাপ্তবয়স্ক/ প্রাপ্তবয়স্কা) প্রাপ্তবয়স্ক অর্থাৎ বড় ইসলামী ভাইদেরকে বিশুদ্ধ মাখরাজ সহকারে মাদানী কায়েদা এবং কুরআনে করীম اَلْحَمْدُ لِلّٰه পড়ানো হয়, মাদরাসাতুল মদীনা বিভাগে (প্রাপ্তবয়স্ক/ প্রাপ্তবয়স্কা) পাঠকারী সৌভাগ্যবান আশিকানে রাসূল কুরআনে করীমের শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি অসংখ্য