Ramzan Kaise Guzare

Book Name:Ramzan Kaise Guzare

করুন, নিশ্চিত এটি অনেক বড় নেকী, যদি আমাদের সামান্য চেষ্টায় কোন ইসলামী ভাই নামায আদায়কারী এবং বিশুদ্ধভাবে কুরআনে করীম পাঠকারী হয়ে যায়, তবে আল্লাহ পাকের দয়ায়

আশা করা যায় যে, সাওয়াবের ভান্ডার লেগে যাবে

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

রমযান মাস ও বুযুর্গগণের কার্যাবলী

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা রমযান মাসে কৃত ইবাদত এবং এর ফযীলত বরকত সম্পর্কে শুনার সৌভাগ্য অর্জন করেছি, যা দ্বারা নিঃসন্দেহে আমাদের মনেও রমযান শরীফ ইবাদত নেকীতে অতিবাহিত করার প্রেরণা সৃষ্টি হয়েছে, আসুন! নিজের এই নেক প্রেরণাকে আরো সুদৃঢ় করার জন্য বুযুর্গানে দ্বীনের কার্যাবলী সম্পর্কে শুনি যে, তারা কিভাবে রমযানুল মুবারকে নেকীতে অতিবাহিত করতেন

বুযুর্গানে দ্বীন ও তিলাওয়াতের আগ্রহ

    (১) আমাদের ইমামে আযম আবু হানিফা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ রমযানুল মুবারকে ঈদুল ফিতরের দিনসহ ৬২টি কুরআনে পাকের খতম আদায় করতেন (দিনে একটি, রাতে একটি, পুরো মাসে তারাবীতে একটি এবং ঈদুল ফিতরে একটি) (আল খাইরাতুল হিসান, ৫০ পৃষ্ঠা) (২) হযরত ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ রমযান মাসে কুরআনে পাকের ৬০টি খতম করতেন এবং সবই নামাযেই খতম করতেন। (হিলইয়াতুল আউলিয়া, আল ইমাম শাফেয়ী, ৯/১৪২, নম্বর ১৩৪২৬)
(৩) হযরত আসওয়াদ বিন ইয়াযিদ
رَحْمَۃُ اللهِ عَلَیْہِ রমযানুল মুবারকের প্রতি দুই রাতে সম্পূর্ণ কুরআন পাঠ করতেন এবং শুধুমাত্র মাগরিব ও এশার মধ্যবর্তী সময়ে আরাম করতেন আর রমযানুল মুবারক ব্যতীত ৬ রাতে এক খতম কুরআন তিলাওয়াত করে নিতেন। (তাবকাতে ইবনে সাআদ, আসওয়াদ বিন ইয়াযিদ, ৬/১৩৬, নম্বর ১৯৭৬। হিলইয়াতুল আউলিয়া, আসওয়াদ বিন ইয়াযিদ, ২/১২০, নম্বর ১৬৫২)
(৪) হযরত কাতাদা বিন দিয়ামা
رَحْمَۃُ اللهِ عَلَیْہِ (সাধারন দিনে) সাত