Ramzan Kaise Guzare

Book Name:Ramzan Kaise Guzare

রমযানকে রমযান” বলার কারণ

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! রমযান মাস নেকীতে অতিবাহিত করার পদ্ধতি শুনার পূর্বে রমযান মাসকে রমযান বলার মনোমুগ্ধকর কারণটিও শুনে নিই রমযান رَمْضٌশব্দ থেকে নির্গত, যার অর্থ হলো গরমে জ্বলে যাওয়া প্রাচীন আরবে যখন মাসগুলোর নাম বর্ণনা করা হয়েছে তখন যেই ঋতু ছিলো সেই অনুযায়ী মাসের নাম রেখে দেয়া হয়েছে, ঘটনাক্রমে তখন রমযান প্রচন্ড গরমের দিনে ছিলো, তাই এর নাম রমযান রাখা হয় (আন নাহায়াতু লি ইবনিল আসীর, /২৪০ আজায়িবুল মাখলুকাত, ৬৯ পৃষ্ঠা)

    হাকীমুল উম্মত হযরত মুফতী আহমদ ইয়ার খাঁন নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যেভাবে চুল্লী মরিচা ধরা লোহাকে পরিস্কার করে এবং পরিস্কার লোহাকে যন্ত্রাংশ বানিয়ে মূল্যবান করে দেয় আর স্বর্ণকে প্রিয়তমের পরিধানের উপযুক্ত বানিয়ে দেয়, তেমনি রোযা গুনাহগারদের গুনাহ ক্ষমা করায়, নেককার লোকের মর্যাদা বৃদ্ধি করিয়ে দেয় এবং আল্লাহর নৈকট্যবান করে দেয়, তাই একে রমযান বলা হয় এতে মুসলমানরা ক্ষুধা পিপাসা সহ্য করে থাকে তার তা গুনাহ সমূহকে জ্বালিয়ে দেয়, তাই একে রমযান বলা হয় (মিরাতুল মানাজিহ, /১৮২) প্রিয় নবী, রাসূলে আবরী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: এই মাসের নাম রমযান রাখা হয়েছে, কেননা এটি গুনাহসমূহকে জ্বালিয়ে দেয়

(কানযুল উম্মাল, ৪র্থ অংশ, /২১৭, হাদীস: ২৩৬৮৩)

রমযানুল মুবারকের নাম

    হযরত শায়খ শাহাবুদ্দীন আহমদ বিন হিজাযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ রমযান মাসের নাম রমযান ব্যতীত আরো দুটি নামও উল্লেখ করেন: (১) ধৈর্যের মাস (২) সহমর্মিতার মাস। (তাহতুল আখওয়ান ফি কিরাতিল মিয়াদ ফি রজব ওয়া শাবান ওয়া রমযান, ৯৪ পৃষ্ঠা) হযরত মুফতী আহমদ ইয়ার খাঁন নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এছাড়াও আরো একটি নাম রিযিক