Ramzan Kaise Guzare

Book Name:Ramzan Kaise Guzare

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

বিশ্বস্ত রাখাল

    হযরত আব্দুল্লাহ ইবনে ওমর رَضِیَ اللهُ عَنْہُ তার কতিপয় সাথীদের সাথে একটি সফরে ছিলেন, পথিমধ্যে এক জায়গায় অবস্থান করলেন এবং খাবারের জন্য দস্তরখানা বিছালেন, এমন সময় এক রাখাল এসে গেলো তিনি বললেন: আসুন! দস্তরখানা থেকে কিছু নিন! আরয করলো: আমি রোযাদার হযরত আব্দুল্লাহ ইবনে ওমর رَضِیَ اللهُ عَنْہُ বললেন: এই প্রচন্ড গরমে তুমি কি নফল রোযা রেখেছো আর তুমি এই পাহাড়গুলোতে ছাগল চরাচ্ছো! সে বললো: আল্লাহ পাকের শপথ! আমি এটা এই কারণেই করছি যাতে অতীতের দিনগুলোর ক্ষতিপূরণ হয় তিনি তার ধার্মিকতার পরীক্ষা নিতে গিয়ে বললেন: তুমি কি তোমার ছাগলগুলো থেকে একটি ছাগল আমাকে বিক্রি করবে? এর দাম মাংস তোমাকে দিবো, যাতে তুমি তা দ্বারা রোযার ইফতার করতে পারো সে উত্তর দিলো: এই ছাগলগুলো আমার নয়, আমার মালিকের তিনি তাকে পরীক্ষা করে বললেন: মালিককে বলে দিবে যে, নেকড়ে তা থেকে একটি নিয়ে গেছে গোলাম বললো: তবে আল্লাহ পাক কোথায়? (অর্থাৎ আল্লাহ পাক তো দেখছেন, তিনি তো সত্য জানেন এবং এই কারণে আমাকে পাকড়াও করবেন) একথা শুনে হযরত ইবনে ওমর رَضِیَ اللهُ عَنْہُ তার প্রতি প্রভাবিত হলেন, যখন তিনি মদীনায় ফিরে এলেন তখন সেই রাখালের মালিক থেকে সেই রাখাল গোলাম সব ছাগল কিনে নিলেন, অতঃপর রাখালকে মুক্ত করে দিলেন এবং সেই সকল ছাগলও তাকে উপহার স্বরূপ দিয়ে দিলেন (শুয়াবুল ঈমান, /৩২৯, হাদীস: ৫২৯১)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد